আর নয়! এবার ত্যাগ করুন চিনি খাওয়ার অভ্যাস, শরীর হবে রোগমুক্ত

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি মানেই মিষ্টি প্রেমী! প্রতিদিন একটু হলেও মিষ্টি খাওয়া চাই। বাঙালির খাবারের পাতে রসনা তৃপ্তির অন্যতম উপাদানই হচ্ছে মিষ্টি। এমনকি, চা থেকে শুরু করে বিভিন্ন রান্নায় চিনির (Sugar) দেদার ব্যবহার। প্রতিদিন তো মুঠো মুঠো চিনি খাচ্ছেন। মন, পেট দুটোরই স্বাদ মেটাচ্ছেন। কিন্তু যদি চিনি খাওয়া ছেড়ে দেন তাতে কি কি উপকার হয় জানেন? জানলে আজকে থেকেই চিনি খাওয়া ছেড়ে দেবেন।

চিনির (Sugar) অভ্যাস ত্যাগ করুন:

আমরা নিজেদের ভুলেই অনেক সময় নিজেদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিই। এই যেমন লোভ সামলাতে না পেরে গোগ্রাসে মিষ্টি খাচ্ছেন। এককথায় শরীরকে অস্বাস্থ্যকর করে তুলছেন। গবেষকদের মতে, অতিরিক্ত চিনির প্রভাবে শরীরের বিভিন্ন রোগ জেঁকে বসে। তাই শরীরে বারোটা বাজাতে না চাইলে চিনি (Sugar) খাওয়া ছাড়ুন।

Benefits of not eating sugar.

চিনি না খেলে কি কি পরির্বতন হয়?

১) চিনি খাওয়া ছেড়ে দিলে সবার আগে পরির্বতন আসবে ওজনে। টানা এক মাস চিনি খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেখুন, আর কোনও কসরত করতে হবে না। অতিরিক্ত মেদও অনায়াসে ঝরতে শুরু করবে।

আরও পড়ুন: জমে গেছে খেলা! এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশি ED-র, মিলল হিরে-সোনার ভাণ্ডার

২) রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। গবেষকদের মতে, অতিরিক্ত চিনি খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। এরফলে রক্তচাপ মাত্রাও বাড়তে থাকে। তাই রক্তচাপকে বাগে আনতে অবশ্যই নিজেকে চিনি থেকে দূরে রাখুন। এতে করে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকিও কয়েকগুণ কমে যায়।

৩) দীর্ঘদিন চিনি না খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেইসাথে কর্মক্ষমতাও বাড়তে থাকে।

আরও পড়ুন: শূন্য রানে আউট হয়ে “লজ্জার রেকর্ড” গড়লেন শুভমান গিল, ছুঁয়ে ফেললেন কোহলিকেও

৪) প্রথম কয়েকদিন চিনি (Sugar) না খেলে ত্বকের উপর প্রভাব ফুটে ওঠে। প্রথম এক মাস চিনি ছাড়ার পর দেখবেন ত্বকের জেল্লা কয়েকগুণ বেড়ে গিয়েছে। মুখে ব্রণ, ফুসকুড়ি থেকেও রেহাই পাবেন। ত্বক আগের তুলনায় পরিষ্কার দেখাবে।

৫) এছাড়াও ক্লান্তি ভাব দূর হয়, মনোযোগ বাড়ে, শরীরে এনার্জি তৈরি হয় ইত্যাদি। বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবেন চিনি (Sugar) খাওয়া ছেড়ে দিলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর