বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর দেশজুড়ে লকডাউনের সময় দেশের আপামর সাধারণ মানুষ বুঝতে পেরেছে রেশন কার্ডের (ration card) গুরুত্ব। কিন্তু শুধু রেশন তোলার জন্যই প্রয়োজন রেশন কার্ডের? উত্তরটা নেতিবাচক। বহু সরকারি কাজে প্রয়োজন হয় রেশন কার্ড। আসুন জেনে নি
ব্যাঙ্কে একাউন্ট খুলতে গেলে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয় এই রেশন কার্ড। পাশাপাশি, ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও রেশন কার্ডের প্রয়োজন হয়।
আপনার গণতান্ত্রিক অধিকার ভোটদান। জানেন কি ভোটার আইডি তৈরি করতে গেলে আপনার যে শর্তগুলি পূরন করতে হবে তার মধ্যে অন্যতম রেশন কার্ড। প্যান ও আধার কার্ড তৈরি ও আধার আপডেট করতে গেলেও রেশন কার্ডের প্রয়োজন হয়।
সব মিলিয়ে আপনার ঠিকানা, বয়স সহ একাধিক তথ্য থাকে এই রেশন কার্ডে, যা সরকারি প্রায় সকল ক্ষেত্রেই নথি হিসাবে দাখিল করা যায়। তাই রেশন কার্ডকে অবহেলা করবেন না। আপনার যদি রেশন কার্ড না থাকে বা তবে যত শীঘ্রই সম্ভব করে নিন এই কার্ড। পাশাপাশি, আপনার রেশন কার্ড আপডেট করেও রাখুন। যে কোনো সময়ে প্রয়োজন হতে পারে এই গুরুত্বপূর্ণ নথি।
রেশন কার্ড তৈরির জন্য রাজ্যের খাদ্য বিভাগের পোর্টালে গিয়ে একটি ফর্ম ডাউনলোড করে সেটি ফিল আপ করুন। সমস্ত নথি সহ সেই ফিল আপ হওয়া ফর্ম নিকটবর্তী রেশন ডিলার বা ফুড সাপ্লাই অফিসে জমা করুন ৷ নথি যাচাই হওয়ার এক মাসের মধ্যেই পাবেন রেশন কার্ড।