সরকারি কর্মীদের মুখে ফুটতে চলেছে কিঞ্চিত হাসি! DA আন্দোলনের মাঝেই সুখবর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন চালাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা।

এবার অন্য এক বিষয় সরকারি কর্মচারীরা (Employees) ডেপুটেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ উচ্চস্তরের আমলাদের। ডেপুটেশনে দাবি করা হয়েছে, সরকারি সাহায্য প্রাপ্ত এবং অনুদান প্রাপ্ত স্কুল ও মাদ্রাসার সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সরকারি হেলথ স্কিমের আওতায় আনতে হবে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো।

নবান্নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, হেলথ স্কিমে স্কুল শিক্ষকদের নথিভুক্ত করা হতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের ৫, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ২ এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশনের ২ জন উপস্থিত ছিলেন সেই বৈঠকে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে আন্দোলনকারীরা দাবি করেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে স্কুল শিক্ষক সহ সমস্ত শিক্ষা কর্মীদের। মনোজ পন্থ এই বিষয়ে জানান, এই বিষয়ে সুপারিশ পাঠানো হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সুপারিশ মানবে কিনা এখন সেটাই দেখার।

Dearness allowance hike of 5 to benefit 111 lakh central govt workers pensioners

সরকারি কর্মচারীদের একাংশের অভিযোগ, একেই তো DA দেওয়া হচ্ছে না, উল্টে স্বাস্থ্য বরাদ্দের নামে বেতন থেকে কিছু টাকা কাটা হচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে সবাই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা কেন কাটা হবে কর্মচারীদের বেতন থেকে?


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর