বাংলাহান্ট ডেস্ক : আজকালকার দিনে রোগ বিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ঘরে ঘরে রোগীর ছড়াছড়ি। কারোর সুগার, কারোর প্রেসার, তো আবার কারোর বাতে ব্যথা। নিত্যদিন এই রোগের পিছনে টাকা ঢালতে ঢালতে ফতুর হয়ে যাচ্ছে সকলে। তবে এখন থেকে আর ওষুধের পিছনে টাকা খরচ করতে হবে না। বরং তুলসি পাতা খেয়েই কাবু করুন সমস্ত রোগ। আচ্ছা আচ্ছা রোগও তুলসি পাতার (Tulsi Pata) কাছে কাবু।
সর্বগুন সম্পন্ন তুলসি পাতা (Tulsi Pata):
প্রত্যেক হিন্দুদের বাড়িতে তুলসি গাছ থাকবেই থাকবে। তবে তুলসি গাছ শুধু পুজোর কাজেই লাগে না, একই ধারে তুলসি গাছ রোগ নিরাময়তেও বেশ কাজ করে। গবেষকদের মতে, প্রতিদিন দিন শুরু করার আগে তুলসি পাতা (Tulsi Pata) খেলে সমস্ত রোগ তেড়েফুঁড়ে পালাতে বাধ্য।
কি কি রোগ সারায় তুলসি পাতা (Tulsi Pata)?
১) ডায়াবেটিস:
আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, তাহলে আপনার সবার আগে খাওয়া উচিত ডায়াবেটিস। গবেষকদের মতে তুলসির গুনে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে না। এরফলে ডায়াবেটিসের মত রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
আরোও পড়ুন : প্রাপ্য সম্মান টুকুও পাননি, লাইমলাইটের আড়ালেই বিদায় নেন পর্দার দজ্জাল শাশুড়ি মীনাক্ষী গোস্বামী
২) ইউরিক অ্যাসিড:
অন্যান্য রোগের মতন এই রোগও অত্যন্ত ভয়ঙ্কর। কারণ শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তবে সকালে উঠে তুলসি পাতা চিবিয়ে খেলে শরীরে ইউরিক অ্যাসিডের সমতা বজায় থাকে। আর বড় রোগের টেনশন কমে।
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা:
গবেষকদের মতে, তুলসি হচ্ছে ইমিউনোমোডুলেটরি বৈশিষ্ট্যতে ভরপুর। এই উপাদানটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনি প্রতিদিন তুলসি পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আরোও পড়ুন : মনে রাখুন! জাস্ট এতটুকু ‘সোনা’ই রাখতে পারবেন ঘরে; লিমিট না জানলেই বিপদ, হতে পারে জেল
৪) হজম ক্ষমতা:
হজম ক্ষমতা বাড়াতেও ওস্তাদ তুলসি পাতা। বিশেষজ্ঞদের মতে, তুলসির মধ্যে থাকা কার্মিনেটিভ বৈশিষ্ট্যই হজমে সাহায্য করে। এমনকি এই উপাদানটি গ্যাস, পেটে ফোলাভাব কমাতে পারে।
৫) মুখের সু-স্বাস্থ্য:
অনেকেই আছেন যাদের মুখ থেকে গন্ধ বেরোয়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। তবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে তুলসি রয়েছে। গবেষকদের মতে, তুলসিতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান সহজেই মুখে থাকা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। আর মুখের স্বাস্থ্যের উন্নতিতে ব্যাপক সহায়তা করে।