শীতে সর্দি-কাশির যম, মাইগ্রেনের দাওয়াই! যষ্টিমধুর গুণে সারে বড় বড় রোগ ব্যাধি!

বাংলা হান্ট ডেস্ক: শীত পড়লো মানেই ঘরে ঘরে শুরু হয়ে গেল রোগ বালাইয়ের সমস্যা। বিশেষ করে এই ঠান্ডায় সর্দি, কাশিতে জেরবার প্রায় বাড়ির প্রত্যেকটি সদস্য। গরম জল, হলুদ দুধ বিভিন্ন রকমের ঘরোয়া টোটকাতে এই সমস্যা থেকে ছুটকারা পেতে চান অনেকেই। কিন্তু তারপরও সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না। তবে আজ এমনই একটি ভেষজ উপাদানের খোঁজ দেবো যেটি খেলে সর্দি-কাশির সমস্যা থেকে তো মুক্তি পাবেন সেই সাথে বড় বড় রোগব্যাধিও সারাবে। যার নাম হচ্ছে “যষ্টিমধু” (Yastimadhu)।

বড় বড় রোগব্যাধি দূর করে যষ্টিমধু (Yastimadhu):

ভেষজ উপাদানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই যষ্টিমধু (Yastimadhu)। অনেকে আবার একে মুলেঠি নামে চিনে থাকেন। ক্যালসিয়াম, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবয়াল ইত্যাদিগুণে ভরপুর এই ভেষজ উপাদানটি। নাম শুনলেও অনেকেই এর গুনাগুন সম্পর্কে অজ্ঞাত। আজ থেকেই বাড়িতে খাওয়া শুরু করুন যষ্টিমধু। হাতেনাতে পাবেন ফলাফল। ঠিকই কি রোগ সারায় যষ্টিমধু দেখে নিন।

কোন কোন রোগের ওষুধ যষ্টিমধু:

১) সর্দি-কাশি: প্রতিদিন যদি যষ্টিমধুর (Yastimadhu) চা খেতে পারেন তাহলে সর্দি-কাশি গলা ব্যথা ইত্যাদি থেকে রেহাই পাবেন। কারণ এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবয়াল বৈশিষ্ট্য সর্দি-কাশিকে দূরে রাখে। মূলত, এই উপাদানটি শরীরে ভাইরাসজনিত সমস্যা থেকেও মুক্তি দেয়।

Benefits of yastimadhu for your health

২) ফুসফুসের সমস্যা: ফুসফুসের কার্যকারিতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যষ্টিমধু (Yastimadhu)। শীতকালে সর্দি কাশির প্রভাবে শ্বাসযন্ত্রে সমস্যা তৈরি হয়। চিকিৎসকদের মতে, জল এবং যষ্টিমধু ফুটিয়ে যদি তার ভাপ নেওয়া যায় তাহলে শ্বাস-প্রশ্বাসের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। পাশাপাশি হৃদরোগের সমস্যা থেকেও মুক্তি দেয় এই উপাদানটি।

৩) হজমের সমস্যা: হজমের সমস্যায় নাজেহাল ৮ থেকে ৮০ সকলেই। তার জন্য বিভিন্ন রকমের অম্বল, অ্যান্টাসিড খেয়ে থাকেন আপনারা। কিন্তু এখন থেকে এই সমস্ত খাওয়া ছেড়ে দিয়ে যষ্টিমধু খান। এতে থাকা বিশিষ্ট কিছু উপাদান পাকস্থলী থেকে শুরু করে লিভার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ রাখে। পাশাপাশি বুকজ্বালা, গ্যাস, অম্বল, পেটফাঁপার মত সমস্যা থেকেও দূরে রাখে।

৪) মাইগ্রেন: মাইগ্রেনের সমস্যায় ভুক্তভোগীরা যষ্টিমধু খান, এতে করে তীব্র মাথা ব্যথার সমস্যা দূর হয়। চিকিৎসকদের মতে ঘি এর সাথে যষ্টিমধু মিশিয়ে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হয়। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই এই উপাদানটি সেবন করুন।

আরও পড়ুনঃ ‘আমরা চাই ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম নিন্দা মমতার

৫) ত্বকের যত্ন: ছেলে থেকে মেয়ে সকলেই আজকাল ত্বকের চিন্তায় নাজেহাল। এই চিন্তাও সহজে দূর করে দেয় যষ্টিমধু। তার জন্য আপনাকে যষ্টিমধুর সঙ্গে দই, মধু ইত্যাদি উপাদান মিশিয়ে ত্বকে লাগাতে হবে। তাহলেই আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। এছাড়াও দাঁতের মাড়ি মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য এই উপাদানটির জুড়ি মেলা ভার।

আরও পড়ুনঃ ‘আদালতের নির্দেশ অবমাননা..,’ চরম ক্ষুব্ধ হাইকোর্ট, সাতদিনের মধ্যে রিপোর্ট তলব

এগুলি ছাড়াও, আলসার, হাঁপানি রোগ, কান, নাকের সমস্যা, বমি, ডায়রিয়া রক্তাল্পতা ইত্যাদির মতো বিভিন্ন রোগ সারিয়ে তোলে যষ্টিমধু (Yastimadhu)। তবে হ্যাঁ এই ভেষজ উপাদানটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে, তারপর খাবেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলারা যষ্টিমধু থেকে দূরত্ব বজায় রাখুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর