বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। গতবারের সেমিফাইনালে যে মধ্যপ্রদেশের কাছে হারতে হয়েছিল, তাদেরকেই এবার ৩০৬ রানের ব্যবধানে পরাস্ত করে রঞ্জি ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করলো বাংলা। কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লার এটি ছিল প্রথম মরশুম। আর তার সাথে অধিনায়ক হিসাবে ফেরানো হয়েছিল মনোজ তিওয়ারিকে। দীর্ঘদিন বাংলা ক্রিকেটের সাথে জড়িত দুই নামকে দায়িত্ব দেওয়ার যোগ্য পুরস্কার পেয়ে গেল বাংলা।
এই ম্যাচের হিরো যদি কাউকে বাছতে হয়, তবে তিনি অবশ্যই অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে সুদীপ ঘরামী ও তার শতরানে ভর করেই বিশাল স্কোর তুলেছিল বাংলা। এরপর আকাশদীপদের দাপটে ২৬৮ রানের লিড পায় বাংলা। দ্বিতীয় ইনিংসে অনুষ্টুপের পাশাপাশি প্রদীপ্ত প্রামানিকও অর্ধশতরান করেন। মধ্যপ্রদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৪৭ রানের। কিন্তু প্রদীপ্তর স্পিন বোলিংয়ের সামনে ২৪১ রানেই শেষ হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে অফিসিয়াল ভাবে ম্যাচের সেরা আকাশদীপ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলা- ৪৩৮ এবং ২৭৯
অনুষ্টুপ মজুমদার ১২০ এবং ৮০
সুদীপ ঘরামি ১১২ এবং ৪১
মধ্যপ্রদেশ ১৭০ এবং ২৪১
আকাশদীপ ৫/৪২ এবং ১/১৮
প্রদীপ্ত প্রামাণিক ৫/৫১