হিমন্ত, বিপ্লব থেকে শিবরাজ সিং! দুই কেন্দ্রের উপনির্বাচনে ৪০ জন প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

বাংলাহান্ট ডেস্ক : দুয়ারে দুই কেন্দ্রের উপনির্বাচন। আর তাই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে আগে ভাগেই হেভিওয়েট তারকা প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। এই দুই কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার সারবেন দলের কোন কোন তারকা সদস্য ঘাসফুল শিবিরের পক্ষে ঘোষণা করা হয় তাও। সবুজের পর এবার গেরুয়া শিবির। দুই কেন্দ্রের তারকা প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপিও। সেই নামের তালিকায় বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের পাশাপাশিই রয়েছে অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামও।

বালিগঞ্জ এবং আসানসোলে বিজেপির হয়ে প্রচার সারবেন মোট ৪০ জন নেতা নেত্রী। এই তালিকায় রয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সাংসদ গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, বাবুলাল মারান্ডি, অর্জুন মুণ্ডা প্রমুখ। বাদ পড়েননি বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও। দুই কেন্দ্রে প্রচার সারবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, জন বারলা এবং সুভাষ সরকারও।

   

প্রসঙ্গত, আসানসোলের সাংসদ পদ এবং বিজেপি দল এই দুই ছেড়েই সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে গতবছর কালিপুজোর দিন প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সেই দুই পদ ভরাতেই এবার উপনির্বাচন। আসানসোল লোকসভা ছেড়ে এসে এবার বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে এই কেন্দ্র বাবুল সুপ্রিয়য় মতন হেভিওয়েট তারকা প্রার্থীর সঙ্গে পাল্লা দিতে সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিমের মতন ঝাঁ চকচকে প্রার্থী দিয়েছে বামেরাও। সেই কেন্দ্রেই এবার দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি।

অন্যদিকে বিজেপির পরিচিত মুখ অগ্নিমিত্রা পাল। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমুলের সায়নী ঘোষের বিরুদ্ধে জিতে বিধায়ক হন তিনি। এবার সেই আসানসোলের লোকসভাতেও তাঁর উপরেই ভরসা রাখল দল। এই কেন্দ্রে ঘাসফুল শিবিরের হয়ে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর