চা খেতে খেতে বিদ্যাসাগরকে নিজের পাড়ার ছেলে বলে পরিচয় দিলেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ এবারের নির্বাচনে তিনি প্রার্থী নন। তবুও সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গির মাধ্যমে। বিতর্ক যার নিত্যসঙ্গী। কথা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন বর্ধমান (Bardhaman) শহরের নীলপুর এলাকায় ‘চায়ে পে আড্ডায়’ যোগদেন তিনি। সেখান থেকেই জন্ম দিলেন আরও এক বিতর্কিত মন্তব্যের।

এদিন তিনি বিদ্যাসাগর (Vidyasagar) মহোদয়কে নিজের পাড়ার ছেলে বলে মন্তব্য করে বসেন। যার পরেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। দিলীপ ঘোষ আজ নীলপুরের যেখানে ‘চেয়ে পে চর্চায়’ যোগ দিয়েছিলেন, তার ঠিক পিছনেই ছিল বিদ্যাসাগরের মূর্তি। সেই মূর্তির পাদদেশে চা খেতে খেতে সাংবাদিকদের দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, ‘বিদ্যাসাগর আমাদের পাড়ার ছেলে’।

Dilip

উল্লেখ্য, দলের (BJP) নেতা কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন দিলীপ ঘোষ। তখন সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাবও দিচ্ছিলেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে ছিল বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী সন্দীপ নন্দী। সেখানে বসে দিলীপ ঘোষ জানান, প্রতিদিন তিনি নতুন নতুন জায়গায় হাঁটেন। কলকাতার (Kolkata) বিভিন্ন পার্কে যায়। যেখানে রাত্রিযাপন করেন, সেই স্থানীয় এলাকায় মর্নিং ওয়াক করেন বলে জানান তিনি।

পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের সঙ্গে কথা বলেন ও চা খান। সেই মত এদিন নীলপুরে ‘চায়ে পে চর্চায়’ যোগ দিয়ে বিদ্যাসাগর মহোদয়কে বাড়ির ছেলে এবং মূর্তিতে মালা পরিয়ে পায়ের তাঁর পায়ের নীচে বসে চা খাচ্ছি বলেন জানান তিনি।


সম্পর্কিত খবর