সুকান্ত-শুভেন্দু থেকে লকেট-অগ্নিমিত্রা, লোকসভার আগে ২০ জনের কমিটি গড়ল বঙ্গ BJP, কারা পেলেন জায়গা?

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। এই আবহে ২৪ এর ভোটকে পাখির চোখ করে রবিবার ২০ সদস্যের নির্বাচন পরিচালন কমিটি তৈরি করল বঙ্গ বিজেপি (Bengal BJP)। সেই কমিটিতে রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। কাদের কাঁধে দেওয়া হল দায়িত্ব?

২০ জনের এই কমিটিতে রয়েছেন দলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বারলার। পাশাপাশি, ঠাঁই হয়েছে রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়ের। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের মত মহিলা মুখও রাখা হয়েছে নির্বাচনী কমিটিতে।

কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে থাকছেন অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। তবে কমিটির চেয়ারম্যান কে হবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০ জনের এই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সবদিকে ভারসাম্য বজায় রেখেই এই পরিচালন কমিটি গঠন করেছে গেরুয়া শিবির। ভোট সংক্রান্ত ও ভোটের প্রচার সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলাবেন পরিচালন কমিটির ২০ জন সদস্য।

rss bjp

আরও পড়ুন: অবিবাহিতদের ২৫০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! এই ভাবে খুব সহজেই করুন আবেদন

কমিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সুকান্ত ও শুভেন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে একই দায়িত্ব পালন করবেন বঙ্গ বিজেপির প্রথম সারির সৈনিক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় আদি নব্য সকলকে সমান গুরুত্ব দিয়েই তৈরী হয়েছে কমিটি। যা অবশ্যই ঐকের বার্তা বহন করছে। সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও গেরুয়া শিবিরে বর্তমানে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর