দারুন সুখবর! ভোটের আগেই ২০০০ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার, কারা পাবেন সুযোগ?

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আর তার আগেই পশ্চিমবঙ্গে ঢালাও চাকরি। ভোটের আগেই বাংলায় প্রচুর চাকরির (West Bengal Government Job) সুযোগ। এবার বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিল নবান্ন (Nabanna)। প্রায় ২০০০ টি শূন্যপদ হবে নিয়োগ। কারা কারা পাবেন? কোন কোন ক্ষেত্রে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

ভোটের আগেই দমকল ও রাজ্য পুলিশ (Police And Fire Brigade Jobs), কলকাতা পুলিশে দুহাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। জানিয়ে রাখি, মন্ত্রিসভার বৈঠকে দমকলে প্রায় ৬০০ টি পদ ও রাজ্য পুলিশ ১৩০০-এরও বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশে নতুন করে ৩৫০টি শূন্যপদে নিয়োগ হবে। ভোটের আগেই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের বিরাট সিদ্ধান্ত। পুলিশ ও দমকলে শূন্যপদ পূরণ করতে উদ্যোগী নবান্ন। গতকাল দুপুরে নবান্নে হওয়া ক্যাবিনেট মিটিংয়ে এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওদিকে ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ঘোষণা করেছে রাজ্য। এবার থেকে পরিযায়ী শ্রমিকেরাও স্বাস্থ্যসাথী স্কিমের সুবিধা নিতে পারবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি সুন্দরবন এলাকায় বন্যা প্রতিরোধে ‘লোয়ার সুন্দরবন টেকসই সমুদ্র সম্পদ এবং অর্থনীতি প্রোগ্রাম’ নামক নয়া প্রকল্প গ্রহণ করেছে রাজ্য।

mamata nabanna

আরও পড়ুন: টাটা বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবার নয়া দুর্যোগের সতর্কতা: ভয়ঙ্কর আবহাওয়ার খবর

বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় এই প্রকল্প তৈরির অনুমোদন দিয়েছে নবান্ন। সুন্দরবন রক্ষার স্বার্থে ৪১০০ কোটি টাকার প্রকল্পের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। যার মধ্যে বিশ্বব্যাঙ্ক ৭০ শতাংশ টাকা দেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতা করতে রাজি হয়েছে বিশ্ব ব্যাঙ্ক।

এদিন মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মার্চ মাসের ১৩ তারিখের মধ্যে ভোট ঘোষণা হতে পারে। এর মধ্যেই যাবতীয় প্রকল্পের কাজ শেষ করতে হবে।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর