বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West bengal) মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এটা দেখলে যে কেউ চমকে উঠবেন। তবে এই কথাটা যে একদমই ভুল নয়, তা প্রমাণ করল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উইকিপিডিয়ার তথ্য। গুগল সার্চ করে দিলীপ ঘোষের উইকিপিডিয়া থেকে বেরিয়ে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
বাংলায় তৃণমূল – বিজেপি সংঘর্শের মধ্যে আরও এক বিষয় উঁকি দিল। মমতা ব্যানার্জী নয়, বাংলার মুখ্যমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। এমনটাই লেখা রয়েছে দিলীপ ঘোষের উইকিপিডিয়া বিবরণে। গুগলে দিলীপ ঘোষ লিখে সার্চ করলে তাঁর উইকিপিডিয়ায় প্রথমেই বাম দিকে উজ্জ্বল অক্ষরে লেখা দেখা যাচ্ছে, ‘বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। তিনি একজন পার্লামেন্টের একজন দায়িত্ববান সদস্য’।
কোন বিশিষ্ট ব্যক্তির বিষয়ে বিশদে জানতে গেলে উইকিপিডিয়াতে সার্চ করতে হয়ে। তবেই বিশদে জানা সম্ভব হয়। কিন্তু এই উইকিপিডিয়ার তথ্যেই যদি ভুল থাকে, তাহলে তা অত্যন্ত চিন্তার বিষয়। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, প্রথমবার বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। এমনকি দু’দুবার বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, উইকিপিডিয়ার তথ্য ভাণ্ডার একেবারেই বিশ্বাসযোগ্য নয়। এর আগেও এরকম অনেক ভুল তথ্য এখানে দেখা গেছে।
করোনা আতঙ্কের লকডাউনের মধ্যেই এই ভ্রান্ত তথ্য দেখে চাঞ্চল্য ছড়িয়েছে সবুজ বাহিনীর সদস্যদের মধ্যে। তবে এই ভ্রান্তকর তথ্যরে বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘এটা সম্পূর্ণই ভুল তথ্য দেওয়া রয়েছে। তবে কে লিখেছে, কেন লিখেছে আমি সেটা জানি না। এর আগেও কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু এখনও এই বিষয়টি সংশোধন হয়নি। এমনকি অনলাইন ভ্রম সংশোধনের অনুরোধও গৃহীত হচ্ছে না। এছাড়াও বেশকিছু ভুল তথ্য রয়েছে এখানে’।