বাংলা হান্ট ডেস্ক: কিছুতেই যেন শেষ হচ্ছে না মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant-Radhika) বিয়ের অনুষ্ঠান। বহু বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ১২-ই জুলাই শুক্রবার মুম্বাইয়ের থানেতে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল আম্বানির পুত্রের বিয়ের আসর। বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী,রাজনীতিবিদ কিংবা হলিউড তারকা সবাইকে নিয়ে জমে উঠেছিল আম্বানিদের এই বিয়ের আসর।
অনন্ত-রাধিকার (Anant-Radhika) বিয়েতে এক ফ্রেমে কিম-মমতা
অনন্ত-রাধিকার (Anant-Radhika) দীর্ঘদিনের প্রেম এদিন পরিণতি পেয়েছে বিয়েতে। তাই একে অপরকে বরমালা পরানোর পর আনন্দে লাফিয়ে উঠেছিলেন অনন্ত-রাধিকা। প্রসঙ্গত এদিন মুম্বাই-র এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এ তাদের শুভেচ্ছা জানাতে একে একে হাজির হয়েছিলেন সালমান খান,শাহরুখ খান সহ বলিউডের বড় বড় সেলিব্রেটিরা। হাজির ছিলেন দক্ষিণী তারকারাও।
পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই ধনকুবেরের ছোট ছেলের বিয়েতে শুভেচ্ছা জানাতে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে বৃহস্পতিবারেই মুম্বাই পৌঁছেছিলেন কিম কার্দেশিয়ান (Kim Kardashian) বোনেরা। এদিন লাল শাড়িতে সেক্সি লুকে লাইম-লাইট কেড়ে নিয়েছিলেন কিম কার্দেশিয়ান। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই সেক্সি লুকের ছবি।
আরও পড়ুন: জামাইয়ের নাক ধরে কি টানতে পারলো শ্বাশুড়ি? গুজরাটি নিয়মে হলো এমন বিয়ে
তবে এদিন অনন্ত-রাধিকার বিয়েতে আচমকাই কিম কার্দেশিয়ানের পাশে দেখা গেল স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।ভাইরাল সেই ভিডিওতে কিমের পাশেই দেখা গেল মুখ নিচু করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কিম সোজাসুজি তাকিয়ে ক্যামেরা দিকে। কিন্তু তাঁরা দুজন-দুজনকে চেনেন কিনা? কোন কথা রয়েছে কিনা? তা যদিও জানা যায়নি!
kim and mamta didi in same frame?? 2024 is wilding 😭 pic.twitter.com/OsUhJ4JB8p
— 𓅪 (@alfiyastic) July 13, 2024
এদিন মুকেশ আম্বানির ছেলের ৫০০০ কোটির বিয়েতেও চেনা রূপেই ধরা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে নিজের রাজনৈতিক কর্মসূচি সেরেই এদিন অনন্ত-রাধিকার এই গ্র্যান্ড ওয়েডিং-এ হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী।