পার্থ কাণ্ডের মধ্যেই ৩ অগাস্ট দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের দিনক্ষণ। আগস্টের শুরুতেই এই বৈঠকের আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সেই বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। সেইমতো সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির থাকবেন। নীতি আয়োগের বৈঠক ছাড়াও দিল্লিতে অনেকগুলি কর্মসূচীও আছে মুখ্যমন্ত্রীর। তবে কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও ওগুলো শেষ করে তিনি ৮ আগস্ট ফিরে আসবেন কলকাতায়।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩ অগাস্ট রাজধানীতে পৌঁছবেন। প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন ৭ অগাস্ট। তবে এখনও নির্দিষ্ট দিন স্থির না হলেও ৫ অথবা ৬ অগাস্ট দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। ১৩ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন সংসদ ভবনেও। এছাড়া দিল্লির বিরোধী নেতৃত্বের সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে জল্পনা রয়েছে। পাশাপাশি মমতার দেখা করার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও।

সংসদের অধিবেশন চলাকালীন প্রায় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে দিল্লিতে। তবে অতীতেও বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তিনি বরাবর বলে আসেন, এই নীতি আয়োগের এই বৈঠকে ‘কাজের কাজ কিছু হয় না’। তবে যাবতীয় টানাপোড়েন, রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে এবছর নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে। তবে নীতি আয়োগের বৈঠকে তাঁর উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর