“সৌরভকে ICC-তে পাঠানো হোক”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজই উত্তরবঙ্গ সফরের বিমান ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে সৌরভ এবং বিসিসিআই কেন্দ্রিক সাম্প্রতিক বিতর্কের আঁচ আরও একবার উস্কে দিয়ে গেলেন তিনি। কিছুদিন আগেই দুজনকে ইউনেস্কোর প্রতিনিধিদের জন্য সাজানো স্বাগত মঞ্চে একসাথে দেখা গিয়েছিল। তারপর গত কয়েকদিনে অনেক কিছু ঘটে গিয়েছে। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের মতামত জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে বাদ পড়া নিশ্চিত হয়েছে আজ থেকে এক সপ্তাহ আগে। আর জায়গায় নতুন করে দায়িত্ব নিতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। গঙ্গোপাধ্যায়ের নাম আইসিসি চেয়ারম্যান এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড মনোনয়ন করবে কিনা তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। মরিয়া সৌরভ নিজে জানিয়ে দিয়েছেন যে তিনি আবার সিএবি সভাপতি হওয়ার জন্য লড়বেন।

sourav mamata

এরইমধ্যে মুখ্যমন্ত্রীর এই নিয়ে মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সৌরভ গঙ্গোপাধ্যায় কে তিনি বঞ্চনার শিকার বলে মন্তব্য করেছেন। তার মতে যথেষ্ট দক্ষতা থাকা সত্বেও তার বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মনে করেন যে সৌরভ আইসিসির সভাপতি হওয়ার যোগ্য এবং সেই ব্যাপারটা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেবে দেখেন।

তিনি নিজের বক্তব্যে বলেছেন, “আমি শুধুমাত্র নিজের পক্ষ থেকে না, সারাদেশ, এমনকি পৃথিবীর সমস্ত ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলব যে সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে ও মাঠে নামতো এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাজকর্মও সামলেছে কিন্তু তারপরেও ওকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকা সত্ত্বেও সৌরভ বাদ গেছে এবং অমিতবাবুর ছেলে বোর্ডে রয়ে গেছে। ও থাকছে ঠিক আছে কিন্তু সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে! গোটা ঘটনায় আমি স্তম্ভিত সৌরভ। ও আইসিসিতে যাওয়ার জন্য যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এটা কোন রাজনৈতিক ব্যাপার নয়, তাই সৌরভকে যোগ্য মর্যাদা দিয়ে আইসিসিতে পাঠানো হোক।”

এরপর তিনি আরো যোগ করে বলেছেন, “আজ অবধি বাংলা থেকে একমাত্র জগমোহন ডালমিয়া গিয়েছিলেন আইসিসিতে। এখন সৌরভের সামনে সেই সুযোগ ছিল।” তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় এমনিতেই যোগ্য। তিনি যেমন ক্রিকেটার, তেমনই ক্যাপ্টেন আবার তেমনই ক্রিকেট প্রশাসক এবং আমাদের সকলের তাকে নিয়ে গর্ব হয়। তিনি বিজেপি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কিন্তু এই নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ খোলার কোনো প্রয়োজন নেই। উনি যা বলছেন নিজের স্বার্থে বলছেন। আমি ওকে অনুরোধ করব এই বিষয়ে থেকে দূরে থাকুন, কারণ সৌরভ নিজে নিজেই লড়তে পারবে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর