ক্যানসারকে হারিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন বাংলার কোচ অরুণ লাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের জীবনে তিনি দেখেছেন অনেক উত্থান পতন, হারিয়েছেন ক্যান্সারের মতো রোগকে। এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। জানা গেছে যে আসন্ন মে মাসের দ্বিতীয় দিনেই আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ। তার এই পাত্রী হলো তার দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহা। কলকাতাতেই সম্পূর্ণ হবে বিবাহ প্রক্রিয়া।

কিন্তু আচমকাই কেন ফের বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন ওপেনার? ৬৬ বছর বয়সে পৌঁছে কিভাবে এই বিষয় নিয়ে ভাবলেন তিনি? ঘনিষ্ট মহলের মত অরুণ লালের প্রথম স্ত্রী রীনার অসুস্থতাই এর কারণ। তাঁর অসুস্থতার কথা জানেন বুলবুলও। শোনা যাচ্ছে রীনা দেবীর পাশে থাকবেন তিনি। তবে বঙ্গ কোচ নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খোলেননি এখনও।

ARUNLAL

অরুণ লাল প্রথমে দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে কলকাতায় চলে আসেন। তার অধিনায়কত্বে বাংলা দলের মধ্যে ছড়িয়ে গিয়েছিল মানসিক দৃঢ়তা। তাঁর জয়ের মানসিকতা বদলে দিয়েছিল গোটা দলের চরিত্র। ১৯৮৯-৯০ মরশুমের রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন তিনি। নিজের পুরোনো রঞ্জি দল দিল্লির বিরুদ্ধে ফাইনালে ৫২ রান করে অপরাজিত ছিলেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা ১৮৯ রানের ইনিংস রঞ্জি ট্রফির ইতিহাসে সেরা ইনিংসগুলির মধ্যে একটি।

২০১৬ সালে চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি সুস্থ জীবনে ফিরে আসেন। বর্তমানে তিনি বাংলা দলের কোচ। চলতি রঞ্জি ট্রফিতে দুরন্ত শুরু করেছে বাংলা। সৌজন্যে রয়েছেন তিনিও। আইপিএলের শেষে যখন ফের রঞ্জি ট্রফির খেলা শুরু হবে, তখন তার হাত ধরে বাংলার সাফল্যের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর