বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার (Bengal Coal Scam) চার্জ গঠন হওয়ার কথা। কিন্তু তার আগেই গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র (Bikash Mishra)। রবিবার নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন তিনি। জেলবন্দি হওয়ার কারণে এদিন আদালতে উপস্থিত থাকতে পারবেন না বিকাশ। এদিকে জানা যাচ্ছে, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে ছাড়া চার্জগঠনে নারাজ।
কয়লা পাচার মামলায় (Bengal Coal Scam) ৪৮ জনের বিরুদ্ধে চার্জ দেওয়া হবে
গত ১৮ নভেম্বর এই মামলার সওয়াল জবাব শেষে ২৫ নভেম্বর চার্জ গঠনের নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের (Asansol Special CBI Court) বিচারক। একইসঙ্গে বলেন, চার্জশিটে যাদের নাম রয়েছে, সোমবার তাঁদের প্রত্যেককে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। তবে তার আগে রবিবারই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় গ্রেফতার হন বিকাশ। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ফলে আজ কোনও ভাবেই তাঁর পক্ষে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেওয়া সম্ভব নয়।
এদিকে বিচারক আবার বিকাশকে ছাড়া কয়লা পাচার মামলার (Bengal Coal Scam) চার্জ গঠনে রাজি নন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে তিনি বিকাশকে ভার্চুয়ালি উপস্থিত করানোর আবেদন জানিয়েছেন। বিচারক রাজেশ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘যেভাবেই হোক, আজই চার্জ ফ্রেম হবে। বিকাশের জেল হবে, নাহলে পুলিশ হেফাজত হবে’।
আরও পড়ুনঃ জামিন পাবেন কালীঘাটের কাকু? হাইকোর্টে উঠল মামলা! কী বলল আদালত?
রিপোর্ট বলছে, এই কারণে প্রেসিডেন্সি জেল হোক বা কালীঘাট থানা, যেখান থেকে সম্ভব বিকাশকে ভার্চুয়ালি উপস্থিত করানো হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আজ আদালত শুরু হওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI) এবং বিকাশের আইনজীবী বিকাশের গ্রেফতারির কথা বিচারককে জানান।
কয়লা পাচার মামলায় (Bengal Coal Scam) অভিযুক্তদের তরফের অন্যতম আইনজীবীর কথায়, ‘নিয়ম মতো সবাই যদি হাজির না থাকেন, তাহলে চার্জ গঠন করা যায় না। এক্ষেত্রে অনুপস্থিত থাকা কাউকে যদি ভার্চুয়ালি উপস্থিত করানো যায়, সেটা একটা উপায়’।