বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার মামলা (Bengal Coal Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে এই মামলা। বিগত প্রায় ৩ বছর ধরে এই মামলা নিয়ে টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই চার্জশিটও জমা দিয়েছে সিবিআই (Central Bureau of Investigation)। তবে এখনও চার্জগঠন হল না।
কয়লা পাচার মামলায় (Bengal Coal Scam) নয়া মোড়!
বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) কয়লা পাচার মামলার চার্জগঠনের কথা ছিল। সেই অনুযায়ী এদিনের শুনানি শুরু হয়। তবে চার্জগঠনের নিয়ম হল, চার্জশিটে যাদের যাদের নাম থাকবে তাঁদের প্রত্যেককে সেদিন আদালতে হাজির থাকতে হবে। কিন্তু এমনটা হয়নি। চার্জশিটে (Chargesheet) নাম রয়েছে এমন ৫০ জনের মধ্যে ২ জন এদিন আদালতে উপস্থিত ছিলেন না। সেই কারণে এদিনও এই মামলার চার্জগঠন সম্ভব হল না।
গত মে মাসে এই মামলার (Bengal Coal Scam) ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেবারও ৩ জন অভিযুক্ত হাজির না হওয়ায় চার্জগঠন সম্ভব হয়নি। এরপর চার্জগঠনের দিন পিছিয়ে তা ৩ জুলাই করা হয়। সেই অনুযায়ী এদিন শুনানি শুরু হয়। কিন্তু CBI চার্জশিটে নাম থাকা প্রত্যেককে আদালতে হাজির করতে না পারায় এদিনও চার্জগঠন সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ ‘এভাবে থাকতে পারব না… টাটা বাই বাই’! রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ? বিস্ফোরক BJP নেতা
উল্লেখ্য, এই মামলার (Bengal Coal Scam) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও অবধি কেন্দ্রীয় এজেন্সির ধরাছোঁয়ার বাইরে। অনেক আগেই তাঁর নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এছাড়া গুরুপদ মাঝি নামের অন্য আরেক অভিযুক্ত বর্তমানে ইডির দায়ের করা মামলা তিহাড় জেলে বন্দি। ওই দুই অভিযুক্তকে বাদ দিয়ে বাকি ৪৮ জন অভিযুক্তকে আগামী ৯ আগস্ট আদালতের হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
এদিকে চার্জশিটে নাম থাকলেও মহম্মদ শাকিল এবং তারকেশ্বর রায়ের নামে এখনও অবধি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তাঁদের গ্রেফতার করার চেষ্টাও করেনি। শুধুমাত্র তাঁদের হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়। এই জন্যেও চার্জগঠন আটকে যায়। ওই দুই ব্যক্তিকে আগামী ১৭ জুলাই আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে বিশেষ CBI আদালত। সেই সঙ্গেই মঙ্গলবার CBI-র হাতে নতুন ৫ জন অভিযুক্ত গ্রেফতার হন। ওই ৫ জনের সঙ্গে আরও ২ জনের নাম যোগ করে চার্জশিট জমা দেওয়া হয়। আইনজীবীরা চার্জশিটের ওই কপি পাননি। এসব কারণেই কয়লা পাচার মামলার চার্জগঠন প্রক্রিয়া এদিন আটকে যায়।