বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ৩ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণ। সেই উপলক্ষ্যে কালিয়াগঞ্জ ও খড়গপুর উপ নির্বাচনে প্রার্থীদের নাম চূড়ান্তভাবে অনুমোদনের জন্য AICC-র কাছে পাঠাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটির সভায় ধীতশ্রী রায় কে কালিয়াগঞ্জের প্রার্থী হিসাবে নাম সুপারিশ করা হয়েছে। খড়গপুরে পাঠানো হয়েছে চিত্তরঞ্জন মণ্ডলের নাম।

কালিয়াগঞ্জ ও খড়গপুর ছাড়াও উপনির্বাচন হবে নদিয়ার করিমপুরে। জোট গড়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও বামেরা। বিজেপি ও তৃণমূলকে টেক্কা দিতে এবার সহজেই ঠান্ডা মাথায় সমঝোতার পথে এগিয়েছে দুপক্ষ। ঠিক হয়েছে করিমপুরে লড়বে বামেরা আর কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রার্থী দেবে কংগ্রেস।

images 20 1

সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু এইদিন বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে করিমপুরের বাম প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান ওই কেন্দ্রের দায়িত্বে আছেন সিপিএম প্রার্থী গোলাম রাব্বি। একই সঙ্গে খড়গপুর ও কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীদের জেতাতে বাম কর্মীদের সাহায্য করতে নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে কংগ্রেস ও বামেদের কো-অর্ডিনেশন কমিটি তৈরি হবে প্রতিটি কেন্দ্রে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। কংগ্রেসের তরফে কো-অর্ডিনেশন কমিটিতে নেতৃত্ব দেবেন কালিয়াগঞ্জে শঙ্কর মালাকার, খড়গপুরে শুভঙ্কর সরকার। এদিকে করিমপুরে বাম প্রার্থী গোলাম রাব্বির কো-অর্ডিনেশন কমিটিতে কংগ্রেসের তরফে নেতৃত্ব দেবেন অমিতাভ চক্রবর্তী।

সবশেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র সভার পর বলেন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামকে একজোটে একসাথে লড়তে হবে। তবেই এই নির্বাচন সফল হবে তাদের জন্য।

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর