প্রদীপ্ত ও শাহবাজের দাপটে ছত্তিশগড়কে উড়িয়ে SMT-র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খারাপ আবহাওয়ার কারণে বাংলার প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল। সৈয়দ মুস্তাক আলীতে বাংলার প্রথম ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে না পারার কোনও প্রভাব অবশ্য বাংলার নক-আউটে ওঠার রাস্তায় পড়লো না।

ওই ম্যাচ বাতিলের পর থেকে বাংলা ওড়িশার বিরুদ্ধে ৮ উইকেটে, তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৩ রানে এবং সিকিমের বিরুদ্ধে ৮৪ রানের ব্যবধানে জিতেছিল। প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শাহবাজ আহমেদ। আজ ছত্তিশগড়ের বিরুদ্ধেও তার ব্যতিক্রম হয়নি।

আজ ব্যাটিংয়ে আবারও কামাল করে দেখিয়েছেন শাহবাজ। তারপর বোলিংয়ে প্রদীপ্ত প্রামাণিকের দুরন্ত স্পিন বোলিংয়ে ভর করে ছত্তিসগড়কে ৫৩ রানের ব্যবধানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলা দল। বোলিংয়েও প্রদীপ্তকে যোগ্য সঙ্গত দেন শাহবাজ এবং পেসার আকাশদীপ। ১৯ ওভারের আগেই বিপক্ষকে অল-আউট করে দেন তারা।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলা ১৬১/৫ (২০)
শাহবাজ আহমেদ ৪৮* (২৮)
অভিমন্যু ইশ্বরন ৩৩ (২৭)

ছত্তিশগড় ১০৮/১০ (১৮.৫)
প্রদীপ্ত প্রামাণিক ৪/১৩
আকাশদীপ ২/১৮
শাহবাজ আহমেদ ২/২২


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর