ফের বাংলায় চোলাই মদ উদ্ধার

বাংলাহান্টঃ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে অভিযান চালিয়ে ১১ হাজার ৩০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। ঝাড়গ্রাম নয়াগ্রাম থানার অন্তর্গত কুড়চিবনি, নিমাইনগর, কলমাপুকুরিয়া, গোবিন্দপুর, ধুমসাই প্রভৃতি গ্রামে তল্লাশি অভিযান চালায় আবগারি দপ্তর।

ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার মিলনকুমার বিশ্বাসের নেতৃত্বে নয়াগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘৩০০ লিটার চোলাই মদ, ১১ হাজার

Screenshot 2019 0812 171137লিটার চোলাই মদের কাঁচামাল, দেড় কুইন্ট্যাল বাখর সহ বেশ কয়েকটি হাড়ি ও ড্রাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় মোট ৫টি মামলা রুজু করা হয়েছে।’

Udayan Biswas

সম্পর্কিত খবর