বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ইনিংসে লিড পাওয়ার দৌলতে বেঁচে গেল বাংলা। নিজেদের প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরানে ভর করে ৩১০ রান বোর্ডে তুলেছিল বাংলা। এরপর ব্যাট করতে নেমে ঈশান পোড়েল, শাহবাজ আহমেদের দাপটে হিমাচল প্রদেশ ১৩০ রানেই থমকে গিয়েছিল।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অপর দিক থেকে অন্যান্য সঙ্গীদের হারাতে থাকলেও নিজের প্রান্তে দাঁড়িয়ে দুর্দান্ত ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন সুদীপ কুমার ঘরামী। প্রথম ইনিংসে সাফল্য পাননি, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই আফসোস মিটিয়ে নিয়েছিলেন তিনি।
মনোজ তিওয়ারির সাথে মিলে তিনি অসাধারণভাবে বাংলাকে ৪৭২ রানের লিড এনে দেন। অধিনায়ক মনোজ অর্ধশতরান করেন। সেইসঙ্গে সুদীপ নিজের রঞ্জি ট্রফি কেরিয়ারের দ্বিতীয় শতরানটি তুলে নেন সুদীপ। এরপর বাংলা ইনিংসটি ডিক্লেয়ার করে।
এরপর বাংলার বোলাররা চতুর্থ ইনিংসে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। হাতে খুব বেশি সময় ছিল না, তাই ভালো ব্যাটিং করেও হিমাচল প্রদেশ ৪ উইকেট খুঁইয়ে ৩৪৮ রানের বেশি তুলতে পারেনি।
ম্যাচে সরাসরি জয়ের সুযোগ ছিল দুই পক্ষের কাছেই। কিন্তু শেষপর্যন্ত ম্যাচটি ড্র হয় এবং প্রথম ইনিংসে বড় লিড থাকার কারণে বাংলা ৩ পয়েন্ট পায়।