লাটে উঠেছে বিনিয়োগ? চলতি বছর হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, হবে বিকল্প আয়োজন!

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে (Bengal Global Business Summit) ঘিরে বহু মানুষের মনে একটা উন্মাদনা কাজ করে। বিনিয়োগ আসবে এই আশাতেও থাকেন অনেকে। তবে এবার তাঁদের সেই আশাতে জল! কারণ চলতি বছর বসবে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) আসর। গত বছর নভেম্বর মাসে এই সম্মেলন আয়োজিত হয়েছিল। এরপর এই বছর নভেম্বর মাসে ফের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এবার জানা গেল, সেটা হচ্ছে না।

জানা যাচ্ছে, ২০২৪ লোকসভা নির্বাচনের কারণেই মূলত এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া যায়নি। এটি এমন একটি অনুষ্ঠান যার জন্য প্রচুর আয়োজনের প্রয়োজন। বিদেশ থেকে অতিথিরা আসেন। এলাহি ব্যবস্থা করতে অনেকটা সময় দরকার। ৪ মাসের মধ্যে তা সম্ভব নয়। সেই কারণেই চলতি বছর এই সম্মেলন স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে বলে খবর।

   

বাণিজ্য সম্মেলনের আয়োজন না হলেও বিনিয়োগ টানতে কিন্তু উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এদিনের বৈঠকেই জানিয়ে দেওয়া হয়, বিনিয়োগে (Investment) যদি বাধা দেওয়া হয় তাহলে রেয়াত করা হবে না। যে কেউ চাইলেই জমি পাবে। ল্যান্ড ব্যাঙ্ক রাজ্যের হাতে প্রস্তুত। তবে সেই সঙ্গেই মিটিংয়ে এও জানানো হয়েছে, ২০২৫ সালে ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে। সূত্র মারফৎ মিলেছে এমনই খবর।

আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফাঁসানোর’ চেষ্টা! দিল্লি থেকে গ্রেফতার এক রূপান্তরকামী সহ দুই

এদিকে প্রত্যেক বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিকে চেয়ে থাকেন বহু মানুষ। বিনিয়োগের আশায় বুক বাঁধেন অনেকে। সেই সঙ্গে বাংলার বুকে নয়া বিনিয়োগ আসার সম্ভাবনাও তৈরি হয় এই সম্মেলনের মাধ্যমে। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত না হলেও, একটি বিকল্প অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবা হচ্ছে।

Mamata Banerjee Government of West Bengal

সূত্রের খবর, বিশ্ববাংলা কনভেনশনসেন্টারে শোকেস ওয়েস্ট বেঙ্গল নামের একটি বিশেষ প্রদর্শনীয় আয়োজন করা হবে। সেখানে টেক্সটাইল, হস্তশিল্প, বিভিন্ন ধরণের খাবার সহ বাংলার নানান দিককে তুলে ধরা হবে বলে খবর। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার নানান হস্তশিল্পকে এই কর্মসূচির দ্বারা তুলে ধরা হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অবধি এই প্রদর্শনী চলবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর