বাংলা হান্ট ডেস্কঃ বুধবার থেকে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। এদিন এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশংসায় ভরিয়ে দেন রিল্যায়েন্স কর্তা মুকেশ অম্বানি (Mukesh Ambani)। সেই সঙ্গেই রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা করেন তিনি। ‘বাংলা মানে মমতা দিদি, মমতা দিদি মানে বাংলার ব্যবসা। মমতা মানে সবার পাশে থাকা’, বলেন অম্বানি।
মমতার প্রশংসার পাশাপাশি বিপুল বিনিয়োগের ঘোষণা অম্বানির (Mukesh Ambani)
রিল্যায়েন্স কর্তা এদিন বলেন, ‘২০১৬ সালে সিটি অফ জয়- কলকাতা থেকে জিও নিজের কমার্শিয়াল অপারেশন শুরু করেছিল… জিও এখন শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে পয়লা নম্বর ডেটা কোম্পানি। জিও এখন পশ্চিমবঙ্গে ১০০% কভার করছে। কলকাতায় সবচেয়ে বেশি জিও ব্যবহার হয়’।
অম্বানির (Mukesh Ambani) কথায়, ‘গ্রামীণ বাংলাকে জিও সমৃদ্ধ করেছে এবং ট্রান্সফর্ম করেছে। স্কুল ও কলেজ পড়ুয়ারা নিজেদের পড়াশোনার জন্য ফাইভজির মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করছে’। তিনি ঘোষণা করেন, দিঘার বুকে বাংলার প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে। কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে সেই কাজ। এছাড়াও এআই রেডি ডেটা সেন্টার শহর কলকাতায় কাজ করবে বলে জানান রিল্যায়েন্স কর্তা।
আরও পড়ুনঃ মমতার সামনেই বচসায় জড়ালেন ফিরহাদ-জাভেদ! হঠাৎ কী হল? কড়া নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
এআই সংক্রান্ত আসন্ন বেশ কিছু ট্রান্সফরমেশনের ফলে বাংলায় নতুন সুযোগ তৈরি হবে। রাজ্যে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোগের সম্ভাবনা তৈরি হবে বলে জানান অম্বানি। তিনি ঘোষণা করেন, ‘রিল্যায়েন্সের নিউ এনার্জি ইনিশিয়েটিভ ২০২৫ সালের শেষ থেকে কাজ শুরু করবে… আমার লক্ষ্য হল সোনার বাংলার জন্য সোলার বাংলা’।
পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কালীঘাট মন্দিরের সংস্কার নিয়েও বেশ কিছু কথা বলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। এই সুযোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। রিল্যায়েন্স কর্তা বলেন, বাংলার পুণ্যভূমির প্রতি তাঁর পরিবারের গভীর টান ও শ্রদ্ধা রয়েছে। ‘বাংলায় আমাদের বিনিয়োগ শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি আবেগপূর্ণ বিনিয়োগ’, বলেন তিনি।