শাহের সাথে জোড়া বৈঠকের পরেই উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল, তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোড়া বৈঠক করে ইতিমধ্যেই বঙ্গে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে তর্কবিতর্কও এই মুহূর্তে তুঙ্গে। একদিকে যেমন বাংলার আইন শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার সরব হয়েছেন তিনি অন্যদিকে তেমনি কটাক্ষের সুরে তাকে বিঁধেছে তৃণমূলও। সায়নী ঘোষ, মহুয়া মৈত্র থেকে শুরু করে সকলেই নানাভাবে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যপালের প্রতি। এমতাবস্থায় রাজ্যপাল জগদীপ ধনকর বাংলায় ফিরেই জানালেন, এবার স্বস্ত্রীকউত্তর বঙ্গে রওনা দেবেন তিনি।দার্জিলিং হয়ে পৌঁছাবেন কার্শিয়াং।

ইতিমধ্যেই রাজ্যে ফিরে সদ্য মাতৃহারা আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও দেখা করেছেন রাজ্যপাল। সেখান থেকে একটি ভিডিও পোস্টও করেন তিনি। কিন্তু আপাতত তার উত্তরবঙ্গ সফর নিয়ে জল্পনা তুঙ্গে। টুইটে রাজ্যপাল জানিয়েছেন, সোমবার রওনা দিচ্ছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই দিনেই উত্তরবঙ্গ সফর করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে শেষ পর্যন্ত এই সফর বাতিল করেন তিনি। আর ঠিক এই দিনেই উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তা তাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কিছুদিন আগেই পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হয়েছেন বিজেপি সাংসদ জণ বারলা। দলে সেরকম সমর্থন না পেলেও নিজের দাবিতে অনড় তিনি। যার জেরে বিজেপির বিরুদ্ধে উঠছে ‘বঙ্গ ভঙ্গের’ অভিযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এমতাবস্তায় রাজ্যপালের উত্তরবঙ্গ যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য নিজের বক্তব্যে আলিপুরদুয়ারের সাংসদ বারলা জানিয়েছিলেন, অনেক বিজেপির রাজনৈতিক কর্মী এখনও ঘর ছাড়া। নির্বাচনের পর ঘরে ফিরতে হলে অনেককেই মোটা টাকা দিতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গ সফরে এই বিষয়টির দিকেও নজর দিতে পারেন রাজ্যপাল।

আজ টুইটারে তিনি নিজেই জানিয়েছেন, একুশে জুন উত্তরবঙ্গে পৌঁছানোর পর বাগডোগরা এয়ারপোর্ট সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। আর তারপর এক সপ্তাহের সফরে দার্জিলিং হয়ে পৌঁছাবেন কার্শিয়াং। তার এই সফর এখন কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সে দিকেই নজর থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর