ফুটবলের উন্নয়নে দেশের মধ্যে শীর্ষে বাংলা, ফেডারেশনের তরফে দেওয়া হল বিশেষ স্বীকৃতি।

বাংলার ফুটবলে সুদিন! রাজ্য ফুটবলকে বিশেষ স্বীকৃতি দিল ফেডারেশন। এআইএফএফ এর বিচার অনুযায়ী ফুটবল প্রসার এবং উন্নয়নে দেশের মধ্যে সবার সেরা বাংলা ফুটবল অ্যাসোসিয়েশন।

ফুটবলের উন্নয়নে বিভিন্ন রাজ্যের ফুটবল সংস্থা গুলি কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেটার উপর বিচার করে একটি তালিকা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যার মধ্যে রয়েছে গ্রাসরুট ফুটবল, কোচেস ট্রেনিং, রেফারিজ এডুকেশন। এছাড়াও ছিল ম্যাচ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে ফেডারেশনের তরফে প্রত্যেক রাজ্য ফুটবল সংস্থাকে পয়েন্ট দেওয়া হয়েছে। দেখা গিয়েছে গত বছরের বিচারে সবথেকে বেশি পয়েন্ট পেয়েছে বাংলা ফুটবল সংস্থা অর্থাৎ আইএফএ। কেরল এবং মহারাষ্ট্রকে পেছনে ফেলে সবার শীর্ষে বাংলা।

148055606fb4322a60bc2ed8d090cff2d36fd68528659a32c90b3ef6aab2d806ea3337f82

আইএফএ সচিব হিসাবে নিজের প্রথম বছরেই ফেডারেশন এর কাছে এই স্বীকৃতি পেয়ে স্বাভাবিক ভাবেই খুব উচ্ছ্বসিত ফেডারেশন সচিব জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জি জানিয়েছেন এই জয় সকলের জয়। সবাই মিলে একসাথে কাজ করে আমরা এই স্বীকৃতি লাভ করেছি। বাংলা ফুটবল যে দেশের সেরা সেটা আবারও প্রমাণ হয়ে গেল। সেই সাথে ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন জয়দীপ মুখার্জি।


Udayan Biswas

সম্পর্কিত খবর