বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) মোকাবিলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। লকডাউনের বিধি নিষেধ না মেনে মুখ্যমন্ত্রীর অনবরত রাস্তায় বেরিয়ে যাওয়া নিয়ে করলেন কটূক্তি। বললেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েই যদি না মানেন, তাহলে সাধারণ মানুষ কেন শুনবে?
করোনা ভাইরাস ভারতে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গেও (West bengal) খুব দ্রুত হারে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরই মধ্যে কেন্দ্র থেকে দল রাজ্যে পর্যবেক্ষণের জন্য আসলে, তাঁদের রাজ্যে পর্যবেক্ষণে বাঁধা দেয় রাজ্য সরকার। এই নিয়ে এদিন সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘রাজ্যের মুখ্যসচিব মনে রাখবেন কেন্দ্রীয় ক্যাডারের লোক। তারা যেখানে খুশি যেতে পারে। কেন্দ্রীয় দলকে বিমান বন্দরে না আটকাতে পেরে এখন কোথাও যেতে দিচ্ছে না’।
তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘চাপরাশি, বেয়ারা, ক্লার্কদের কাজ এখন করেছন মুখ্যমন্ত্রী। অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু লকডাউন ভাঙ্গছেন না। কিন্তু তিনি লকডাউন অমান্য করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছেন। মাস্ক বিতরণ করেছেন, রাস্তায় গন্ডি কেটে দিচ্ছেন। এভাবে তিনি এখন শুধু রাজনীতিই করে যাচ্ছেন। তিনিই যদি লকডাউন না মানেন, তাহলে রাজ্যের মানুষ কি করে তা মানবেন?’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পিতার মৃত্যুতে তিনি কিন্তু লকডাউন অমান্য করে বাড়ি যাননি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেকোনো জায়গায় অবাধ বিচরণ করছেন। পশ্চিমবঙ্গের সর্বত্রই হাট বসে গিয়েছে। মানুষের যা ইচ্ছে, তাই করছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তিনি আর কতদিন লুকিয়ে রাখবেন। এরপর তো সপ্তাখানেকের মধ্যেই মহামারি শুরু হয়ে যাবে’।
এখনই রেশন নেই, মানুষ এখন খাদ্য সংকটে রয়েছে। চিকিৎসক, নার্সরাও এখন অসুস্থ হয়ে পড়েছে। এখনও যদি বাংলা সতর্ক না হয়, তাহলে পরিস্থিতি খুব শীঘ্রই হাতের বাইরে চলে যাবে। তখন আর এই ভয়ঙ্কর মহামারি সামলানো যাবে না, বলেও জানান তিনি।