বাংলাহান্ট ডেস্ক : আজ দিল্লিতে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক ছিল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও তার ঘনিষ্ঠ বান্ধবীর বিভিন্ন ফ্যাট থেকে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের পর রাজনৈতিক মহলের একাংশের মতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলা বারোটা থেকে বৈঠক শুরুর কথা থাকলেও সাড়ে এগারোটার মধ্যে সংসদ ভবনে হাজির হন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর অমিত শাহের সাথে শুভেন্দুর আলোচনায় উঠে এসেছে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলা ও পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন সম্পত্তি উদ্ধারকে কেন্দ্র করে কিভাবে রাজ্য থেকে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলা যায় সেই বিষয়। সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকের সময় তৃণমূল কংগ্রেসের ১০০ জন নেতার নাম শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে। এমনকি তাদের নামের তালিকা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধী দলনেতার তরফে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়,এই ১০০ জন তৃণমূল নেতার পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রসঙ্গটিও স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়েছে।
এদিকে পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে ধরা পড়তেই তৃণমূলের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির। পার্থ চট্টোপাধ্যায়কে ইস্যু করে কিভাবে রাজ্যে বিজেপির আন্দোলনকে ত্বরান্বিত করা যায় সেই বিষয়েও কথা হয়েছে দুই নেতার মধ্যে। এছাড়াও জানা গেছে বাংলায় দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগের কথা জানিয়েছেন শুভেন্দু।
আইএএস ও আইপিএস অফিসার ইস্যু নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী ও শুভেন্দুর মধ্যে কথার প্রসঙ্গও রাজনীতির কারবারিদের ভাবনায় উঠে এসেছে। তবে শুভেন্দুর পক্ষ থেকে ১০০ জন তৃণমূল নেতার নাম স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে। এখন সেই নামের তালিকায় কে কে আছেন তা জানার জন্য সকলেরই উৎসাহ চরমে উঠেছে।