রঞ্জি ট্রফির প্রথম দিনে উত্তরপ্রদেশকে অলআউট করেও চাপে মনোজের বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ উত্তরপ্রদেশের বিরুদ্ধে নিজেদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছে বাংলা দল। অভিমুন্য ঈশ্বরের এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় দলের সাথে। তাই বাংলার অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে অভিজ্ঞ মনোজ তিওয়ারির কাঁধে। বাংলা বলতেই পারতো যে প্রথম দিনটা তাদেরই দাপট ছিল কিন্তু দিনের শেষে এসে এই কথাটা হয়তো তারা বলতে পারবে না।

আজ ইডেনে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক প্রমাণ করেছিলেন ঈশান পোড়েলেরা। ৫ উইকেট নেন চন্দননগরের তারকা পেসার। ঈশানের পাশাপাশি নতুন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন প্রীতম চক্রবর্তী। ঈশানের ৫ ও প্রীতমের ৩ উইকেটে দাপটে উত্তরপ্রদেশকে মাত্র ১৯৮ রানের মধ্যে অলআউট করে দেয় বাংলা।

আজ দিনটা পেসারদের হলেও নিজের দাপট দেখাতে বলেননি শাহবাজ আহমেদ। বাংলার হয়ে রঞ্জী খেলা তারকা অলরাউন্ডার আজকে বাকি দুটি উইকেট নিয়ে উত্তর প্রদেশকেকে অলআউট করতে বড় ভূমিকা নিয়েছেন। প্রিয়ম গর্গ (৫৩) এবং রিংকু সিং (৭৯) রুখে না দাঁড়ালে অবস্থা আরও খারাপ হতে পারতো উত্তরপ্রদেশের।

প্রীতম চক্রবর্তীর বোলিং প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। ৮ বছর আগে যে লক্ষ্মীরতন শুল্কার নেতৃত্বে অভিষেক ঘটিয়েছিলেন আজ তার কোচিংয়েই ফের একবার দুর্দান্ত পারফরম্যান্স করলেন তিনি। অথচ মুকেশ কুমার চোট না পেলে তার সুযোগ পাওয়ারই কথা ছিল না।

আজ দিনের শেষে ২৯ রানে ৪ উইকেটে উইকেট খুইয়ে বেকায়দায় রয়েছে বাংলাও। আউট হয়ে গিয়েছেন সুদীপ ঘরামী, অনুস্টুপ মজুমদারের মতো দুই অভিজ্ঞ তারকাও। ক্রিজে রয়েছেন প্রীতম ও সায়ন শেখর মন্ডল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর