আবারও স্বপ্নভঙ্গ, সেমিতে মধ্যপ্রদেশের কাছে হেরে রঞ্জি ট্রফি অভিযান শেষ হলো বাংলার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবারেও বদলালো না ভাগ্য। রঞ্জি ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো অভিমন্যু ঈশ্বরণের বাংলাকে। কোয়ার্টার ফাইনালে যে ব্যাটিং লাইনআপ বাংলাকে গর্বিত করেছিল, স্থান দিয়ে দিয়েছিল বিশ্বক্রিকেটের ইতিহাসে, সেই ব্যাটিংই সেমিফাইনালে চূড়ান্ত ফ্লপ। ফলস্বরূপ ১৭৪ রানের বিশাল ব্যবধানে হার স্বীকার করতে হলো বাংলাকে।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ঘটলেও মনোজ তিওয়ারি এবং শাহবাগ আহমেদের শতরানে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলা। কিন্তু দুজন বাদে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ ব্যর্থ কি করে হলো সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েলদের ওপর অনেক আশা ছিল বাংলার ক্রিকেটপ্রেমীদের। কিন্তু কেউই ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না।

বাংলার বোলিংও এই ম্যাচে অত্যন্ত সাদামাটা। দুই ইনিংসেই ৩০-৪০ রান বেশি দিয়েছেন বাংলার বোলাররা। ব্যাটিং এর মত বোলিংয়েও বাংলার একমাত্র উজ্জ্বল মুখ শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ১১৬ রান করার পর মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটও নিয়েছিলেন তিনি। গত কয়েক মরশুমের মত এই মরশুমে তিনি বাংলার শ্রেষ্ঠ ক্রিকেটার।

নকআউট পর্যায় নিজের সেরা ক্রিকেট খেলেছেন মনোজ তিওয়ারি। কোয়ার্টার এবং সেমি মিলিয়ে দুটি শতরান করেছেন তিনি। কিন্তু যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ তিনি। ম্যাচের শেষ দিনে বাংলাকে ২৫৪ রান করতে হতো জয়ের জন্য। কিন্তু পাঠাতে অভিমন্যু ঈশ্বরণ বাদে আর কেউই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। ফলস্বরূপ মাত্র ১৭৫ রানেই শেষ হয়েছে বাংলা দ্বিতীয় ইনিংস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর