বাংলা ক্রিকেটের কালো দিন! কারণ সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে একেবারে অপরিণত দল পন্ডিচেরির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল বাংলাকে। এই টুর্নামেন্টের নকআউট পর্যায় টিকে থাকতে হলে অসম এবং পন্ডিচেরি এই দুই দলকে পরপর দুটি ম্যাচে হারাতে হত বাংলাকে। অপরদিকে এই দুটি ম্যাচ জয়ের সঙ্গে বাংলা কে তাকে থাকতে হতো হরিয়ানার দিকে। কিন্তু রবিবার পন্ডিচেরির কাছে হেরে যাবতীয় হিসাব নিকাশে জল ঢেলে দিল মনোজ তেওয়ারীরা।
রবিবার পন্ডিচেরির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় বাংলাকে। কিন্তু ব্যাটিং করতে নেমেই বাংলার ব্যাটিং বিপর্যয় নেমে আসে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। শেষ পর্যন্ত কুড়ি ওভার শেষে 7 উইকেট হারিয়ে মাত্র 132 রান করে বাংলা। বাংলার হয়ে উল্লেখযোগ্য রান করেন বিবেক সিংহ 25 বলে 43 রান, অধিনায়ক অভিমন্যু 28 রান এবং অর্ণব নন্দী অপরাজিত 21 রান। এছাড়া বাংলা হয়ে তেমন উল্লেখযোগ্য রান আর কেউ করতে পারেন নি। আর বাংলার দেওয়া এই সহজ টার্গেট পূরণ করতে নেমে দু বল বাকি থাকতেই হাতে 4 উইকেট রেখেই ম্যাচ জিতে নেই পন্ডিচেরি। আজ অসময়ের বিরুদ্ধে বাংলার ম্যাচ কিন্তু এই ম্যাচ জিতলেও কোন রকম পরিবর্তন হবেনা বাংলার জন্য।
মুস্তাক আলী ট্রফি থেকে বাংলা সিনিয়র বোলার অশোক দিন্দা কে বাদ দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল টিম সিলেকশন নিয়ে। আর তারপরেই এই দিনের হারের পর মুখে কুলুপ সকলের। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কোচ অরুনলাল কে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি। কথা বলতে চাননি মনোজরাও। এই টুর্নামেন্টে মনোজের ব্যাটে একেবারেই রান আসে নি। অধিনায়ক অভিমন্যুর ব্যাট থেকেও তেমন উল্লেখযোগ্য রান আসেনি। এরফলে ক্ষোভে ফুঁসছেন সিএবি কর্তারা। অশোক দিন্দাকে ফোন করা হলে তিনিও দুঃখ প্রকাশ করেন। তিনি জানান পন্ডিচেরির বিরুদ্ধে এই রকম হতাশাজনক পারফরম্যান্স কখনোই কাম্য নয় বাংলা দলের কাছে।