আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! বেসুরো মমতার মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শাসক দলের (Tmc) দুর্নীতি নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলগুলিকে। কিন্তু খোদ রাজ্যের মন্ত্রীই যদি দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন? হ্যাঁ, এমনটাই ঘটে গেল বাংলায় (West Bengal)। এবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra) দলের একাংশের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে শোরগোল ফেলে দিলেন।

মন্ত্রী বিপ্লব মিত্র ও স্বীকার করেছেন যে, দলের একাংশ দুর্নীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ওনার এরকম স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে। আর এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খোদ মন্ত্রী জেলা শাসকের সঙ্গে দেখা করে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্নীতি রোখার জন্য তিনি জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছেন।

ওই বৈঠকে ওনাকে বাংলার আবাস যোজনায় দুর্নীতি, পক্ষপাতিত্ব এবং কাটমানি খাওয়া নিয়ে অভিযোগ করতে দেখা গিয়েছে। মন্ত্রী এও জানিয়েছেন যে, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁদের নামে তড়িঘড়ি থানায় নালিশ জানাতে।

মন্ত্রী বিপ্লব মিত্র জানান, বাংলার আবাস যোজনার মাধ্যমে ঘর বিলিতে চরম দুর্নীতি হচ্ছে। তিনি এও জানান যে, ঘর বিলির জন্য গরিব মানুষদের থেকে টাকাও তোলা হচ্ছে। মন্ত্রী জানান, এই কুকীর্তির সঙ্গে জড়িত রয়েছে দলেরই একাংশ। খোদ মন্ত্রীর এই দাবি ঘিরে তুমুল জলঘোলা শুরু হয়েছে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর