শিউরে ওঠার মতো কাণ্ড! জঙ্গলে গোসাপকে গণধর্ষণ, ভিডিও দেখে চারজনকে গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের গোথানে গ্রামের কাছে সাহিদরি টাইগার রিজার্ভ থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বেঙ্গল মনিটর লিজার্ডকে (গোসাপ) ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে। পুলিশ জানায়, অভিযুক্তরা সকলেই পেশায় শিকারী এবং তারা গোথানের গাভা এলাকার সাহিদরি টাইগার রিজার্ভের কোর জোনে পর্যটক হিসেবে প্রবেশ করেছিল।

মহারাষ্ট্রের সাহিদরি টাইগার রিজার্ভে একটি বেঙ্গল মনিটর গোসাপকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন সন্দীপ তুকারাম, পাওয়ার মঙ্গেশ, জনার্দন কামতেকর এবং অক্ষয় সুনীল। মহারাষ্ট্র বন বিভাগ অভিযুক্তদের মোবাইল ফোন চেক করে ঘটনাটি জানতে পারে। ঘটনার একটি ভিডিওও তৈরি করেছিল অভিযুক্তরা। আধিকারিকরা একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পায়, যেখানে অভিযুক্তদের গোসাপকে গণধর্ষণ করতে দেখা যায়।

সাহিদরি ফরেস্ট রিজার্ভে নিযুক্ত বন কর্মকর্তারা সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের সনাক্ত করেছেন, তাদের বনে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনার বিবরণ দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে, তিন অভিযুক্ত কোঙ্কন থেকে কোলহাপুরের চান্দোলি গ্রামে শিকারের জন্য এসেছিল।

এই ঘটনায় হতবাক বন কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা করা যায় তা নিয়ে আলোচনার জন্য আদালতে যাবেন। কর্মকর্তাদের মতে, অভিযুক্তদের আদালতে পেশ করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের জানিয়ে দিই, বেঙ্গল মনিটর লিজার্ড বা গোসাপ বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-র অধীনে একটি সংরক্ষিত প্রজাতি। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর