বারাণসী থেকে ফেরার পথে বিপত্তি, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট! ক্ষুব্ধ মমতা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার বিমান বিভ্রাটের স্বীকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কলকাতায় অবতরণের আগে যে বিমানটিতে তিনি ভ্রমণ করছিলেন সেটি হঠাৎ করেই নির্দিষ্ট উচ্চতার নীচে নেমে আসে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিঠে আঘাত পান এবং এরপরে বঙ্গ সরকারকে তদন্তের নির্দেশ দেন তিনি। মমতা বারাণসী থেকে ফিরছিলেন যেখানে তিনি চলমান উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির প্রচারে গিয়েছিলেন।

গতকাল বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনের সভা করেন মমতা। ফিরে এসে জানান যে, কাল কয়েকজন বিজেপি কর্মী তার গাড়ি ঘেরাও করেছিল এবং ধাক্কা মেরেছিল। মমতা ব্যানার্জীকে তারা ফিরে যেতে বলেন। এই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, “ওখানে ওদের হার নিশ্চিত। তাই ওদের ভয় পাওয়ার কোনও প্রশ্ন নেই। আর আমিও অনেক লড়াই করেছি। সিপিএম একসময় আমাকে অনেক মেরেছে। গুলি চালিয়েছে। আমি মাথা নত করিনি।” তারপর আজ বারাণসী থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের মতে, যদিও কলকাতার আবহাওয়া পরিষ্কার ছিল কিন্তু বিমানের উচ্চতা গ্রাফে অস্বাভাবিক অধঃগতি দেখা গেছে, হঠাৎ করে বাতাসের চাপ কমে যাওয়ায়। এর ফলে হঠাৎ ধাক্কা লেগে মমতা আহত হন। বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে গত চার মাসে দুবার বিমানে ভ্রমণের সময় সমস্যায় পড়েছেন।

786947 mamata banerjee 4pti 1 2

২০১৬ সালের নভেম্বরে, পাটনা থেকে ফেরার সময় তিনি যে বেসরকারী এয়ারলাইনটিতে ছিলেন, সেটিও নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে আধা ঘন্টারও বেশি সময় ধরে কলকাতার আকাশে ঘুরেছিল। তৃণমূল তখন সেই ঘটনাকে তাদের দলের সুপ্রিমোর বিরুদ্ধে “হত্যার ষড়যন্ত্র” বলে অভিযোগ করেছিল। সেই সময় জানা যায় সেই ফ্লাইটটিকে কম জ্বালানী চলাকালীন চলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর ২০১৭-র আগস্ট-এ, একটি এয়ার ইন্ডিয়া বিমান যেখানে মুখ্যমন্ত্রী দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা ছিল প্রায় চার ঘন্টা বিলম্বিত হয়েছিল কারণ এর একটি কুলিং ইউনিট ব্যর্থ হয়েছিল এবং এয়ারলাইনটি একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছিল।

এরপর ফেব্রুয়ারী ২০১৮ সালে, উত্তরবঙ্গ সফরের পর কলকাতায় ফেরার পথে, বাগডোগরা থেকে ফ্লাইটটি প্রায় ৩০ মিনিটের জন্য আকাশে ঘুরেছিল কারণ কোনও রানওয়ে খালি ছিল না। ক্ষুব্ধ মমতা সিভিল এভিয়েশনের মহাপরিচালককে প্রশ্ন করেছিলেন যে তিনি যে বিমানে ভ্রমণ করছিলেন সেটিকে কেন অবতরণে অগ্রাধিকার দেওয়া হয়নি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর