‘বাংলার পুলিশ নিরপেক্ষ বিচার থেকে বহুদূরে থাকে’, বিজেপি নেতা খুনের মামলায় পুলিশকে এক হাত নিলেন রাজ‍্যপাল ধনখড়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবাংলায় বিজেপি (Bharatiya Janata Party) নেতার মৃত্যুর বিষয়ে মুখ খুললেন রাজ‍্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিজেপি নেতা মনীষ শুক্লার মৃত্যুতে তিনি পুলিশের দিকে অকর্মণ্যতার অঙ্গুলি নির্দেশ করলেন রাজ‍্যপাল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করলেন, বাংলার পুলিশ সঠিক বিচার করতে পারে না। তারা নিরপেক্ষ বিচার থেকে অনেক দূরে থাকে।

পূর্বেও রাজ‍্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর নানান বিষয়ে মতপার্থক্য দেখা গিয়েছে। একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারা রাজ‍্যপাল অপমানিত বোধও করেছেন। আবার রাজ‍্যপালকে কেন্দ্র ঘেষা অভিযোগে কম কথা শুনতে হয়নি।

ঘটনার বিবরণ
গত রবিবার মোটরসাইকেলে ব‍্যারাকপুরের টিটাগরের কাছাকাছি এলাকায় গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মনীষ শুক্লাকে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতারা গত সোমবার ব‍্যারাকপুরে ১২ ঘন্টার বন্ধের ডাক দেয়। তারা এই হত‍্যাকান্ডে দোষীদের খুঁজে বের করতে CBI তদন্তের দাবি জানিয়েছেন।

পুলিশের রিপোর্ট
পুলিশ এ বিষয়ে ট‍্যুইট করে জানিয়েছে, ‘রবিবার সন্ধ্যায় ব্যারাকপুরের টিটাগড় এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ব্যক্তিগত শত্রুতা সহ সমস্ত সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে। দয়াকরে তদন্তের আগে স‍্যোশাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন না’।

https://twitter.com/jdhankhar1/status/1313085219507900422?s=19

রাজ‍্যপালের ট‍্যুইট
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ‍্যপাল জগদীপ ধনখড় গত সোমবার এক ট‍্যুইট করে বলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ এবং মুখ্যমন্ত্রী ফৌজদারি আইনশাস্ত্রের নীতিগুলি পুরোপুরি পরিত্যাগ করেছেন। এই নৃশংস ঘটনার পরবর্তীতে আতঙ্কবাদ সহ সমস্ত অন‍্যায়সূচক কোণগুলোকে ক্ষতিয়ে দেখতে হবে। কিন্তু বাংলার পুলিশ নিরপেক্ষ বিচার থেকে শতহস্ত দূরে। তবে আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করে গণতান্ত্রিক কার্যক্রম যে ক্ষতিগ্রস্থ হচ্ছে, সে বিষয়ে দেখবেন’।

সম্পর্কিত খবর

X