অসাধারণ জয় বাংলার! পেসারদের দুরন্ত বোলিংয়ের পর সুদীপ, মনোজের ব্যাটে সম্পূর্ণ হলো বরোদা বধ  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল বাংলা। রঞ্জি ট্রফিতে নিজেদের পঞ্চম ম্যাচে বরোদার বিরুদ্ধে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল মনোজ তিওয়ারির দল। প্রথম ইনিংসে ৭৮ রানের বড় লিড নিয়েছিল বিষ্ণু সোলাঙ্কিরা। কিন্তু তারপর মুকেশ কুমার, ঈশান পোড়েলদের দুর্দান্ত বোলিং এবং শেষে সুদীপ কুমার ঘরামী ও মনোজ তিওয়ারির ব্যাটে ভর করে ৬ পয়েন্ট জিতলো বাংলা।

প্রথম ইনিংসে ওপেনার জ্যোৎস্নিল সিং (৮৫) এবং মহেশ পিথিয়ার (৫০) ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল বরোদা। কিন্তু আকাশ দীপ, মুকেশ কুমার এবং সায়নশেখর মন্ডলের দাপটে লোয়ার অর্ডার বেশি রান তুলতে পারেনি। ২৬৯ রানে আটকে যায় বরোদা। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলা।

এমন ক্ষেত্রে বাংলার মুখ রক্ষা যিনি করেন সেই অনুষ্টুপ মজুমদার ফের একবার বাংলার রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হন এবং লজ্জাজনক স্কোরের হাত থেকে বাংলাকে বাঁচান। মাত্র দশ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। তবে বাংলাকে তিনি ১৯৮ রানের স্কোর অবধি পৌঁছে দেন।

এরপর দ্বিতীয় ইনিংসে বরোদার ব্যাটিংকে সম্পূর্ণ ভাবে তছনছ করে দেন বাংলার বোলাররা। প্রথম ইনিংসে একটু ফিকে দেখানো ঈশান পোড়েল (৩/২২) জ্বলে ওঠেন দ্বিতীয় ইনিংসে। সঙ্গে যোগ্য সঙ্গত সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া মুকেশ কুমার (৪/৪৩)। তাদের দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৮ রানের শেষ হয়ে যায় বরোদা।

জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৬ রানের। দুই ওপেনার অভিষেক দাস ও অভিমন্যু ঈশ্বরণ এই দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। রান পাননি প্রথম ইনিংসের নায়ক অনুষ্টুপ মজুমদারও। গতকাল অর্থাৎ তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৫৪। সেখান থেকে বরোদার বোলিংয়ের সামনে বুক চিতিয়ে লড়াই শুরু করেন সুদীপ কুমার ঘরামী এবং অধিনায়ক মনোজ তিওয়ারি। শেষ পর্যন্ত আর কোন উইকেট না খুইয়ে বাংলাকে ম্যাচ জিতিয়ে দেন দুজনে। ৭৬ রানে অপরাজিত থাকেন সুদীপ। ৬০ রান করে অপরাজিত থাকেন মনোজ।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর