বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন বাঙালি সাঁতারু তাহরিনা নাসরিন। গত বৃহস্পতিবার তিনি স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ব বিখ্যাত জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করতে নেমেছিলেন। নানান বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে স্পেন এবং মরক্কোর মাঝে অবস্থিত এই ভয়ঙ্কর দুর্গম প্রণালী জয় করে নিলেন উলুবেড়িয়ার মেয়ে। গোটা ভারত তাকে এখন অভিনন্দন জানাচ্ছে।
এর আগে ২০১৮ সালে বাংলা চ্যানেল, ২০১৫ সালে ইংলিশ চ্যানেল জয়ের পর এই দুর্গম প্রণালী জয়ের ইচ্ছে বহুদিন ধরেই ছিল সাহসী বাঙালি সাঁতারুর। কিন্তু মিলছিল না স্পেন ও মরক্কো দুই দেশের ভিসা। ২০১৯ সাল ভিসা জোগাড়ের চেষ্টা করছিলেন তিনি। কিন্তু মহামারীর কারণে মাঝের সময়টায় ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছিল।
অবশেষে ২০২২ সালে ভিসা মঞ্জুর হওয়ার পর, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে স্পেনের উদ্দেশে রওনা দেন উলুবেরিয়ার নিমদীঘির মেয়ে তাহরিনা। ১১ই আগস্ট ভারতীয় সময় ৮.৩০ নাগাদ স্পেনের এই প্রণালী পার করে এক নতুন মাইলফলক ছুঁলেন তিনি। নিজের কীর্তিগুলির মুকুটের মধ্যে যুক্ত করলেন একটি নতুন পালক।
I crossed Gibraltar channel successfully ❤️ pic.twitter.com/l9C7eLN24P
— Tahrina Nasrin (@TahrinaN) August 12, 2022
ইংলিশ চ্যানেল ছিল তার প্রথম বড় চ্যালেঞ্জ। তিন বছর পর বাংলা চ্যানেল পার করার পর তিনি কিছুটা প্রচারের আলোয় আসেন। টুইটারে নিজেই সকলের সাথে তার এই কীর্তি শেষের মুহূর্তটি ভাগ করে নিয়েছেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে এক ভারতীয়র এমন কীর্তিতে গর্বিত গোটা ভারতবর্ষ।