প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলার ছয়টি জেলা, উত্তরবঙ্গে জারি বন্যার সতর্কতা: আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও আগামী তিনদিনের ভিতর আবহাওয়ায় বড়োসড়ো বদল ঘটতে চলেছে। এমনিতেই গত বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। এরমাঝেই গতকাল সন্ধ্যের পর থেকে প্রবল বৃষ্টিতে ভাসে কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলা। আগামীতে সেই স্বস্তি আরো বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর অফিস। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যত হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। তবে এখনো বর্ষা এসে পৌঁছায়নি দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করার ফলে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে এবং আগামী দিনে সেই বৃষ্টিপাত আরো বাড়ার পাশাপাশি বন্যার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবর : 

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস :  ১৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%

আজকের আবহাওয়া
গত সপ্তাহের মাঝামাঝি সময়ে থেকেই গুমোট গরম থেকে স্বস্তি দিয়েছিল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কয়েকদিনও কোনো কোনো স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়। এদিনও শহরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। সঙ্গে চলবে বজ্রপাতও। আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে দ্রুত আবহাওয়া বদলাতে চলেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গুমোট গরমের সাক্ষী ছিল মানুষ। তবে গত বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করে। পরবর্তী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টির দেখা মিললেও বজায় থাকে গুমোট গরম। এরমাঝে গতকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থাকে বঙ্গবাসী। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ার মত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তবে একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, দ্রুত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছলে দক্ষিনবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং গরমের হাত থেকে রক্ষা পাবে বঙ্গবাসী।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই দাপট দেখানো শুরু করেছে বর্ষা। গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে প্রবল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বিগত বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে দার্জিলিঙে। আজ থেকে উত্তরবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টি আরো বাড়বে বলে পূর্বাভাস। এমনকি, ধস নামার পাশাপাশি বন্যার সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েক দিনে তুমুল পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির প্রভাব জারি থাকবে এবং বুধবারের পর থেকে তা আরো বাড়বে। বিগত কয়েকদিন ধরে নাকাল করা গুমোট গরম উধাও হয়ে যাবে অনেকটাই। উত্তরবঙ্গেও রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Sayan Das

সম্পর্কিত খবর