আগামী দুদিনে আসছে বর্ষা, বিকেলের পর শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত; উত্তরে জারি দুর্যোগ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি একপ্রকার নেই বললেই চলে। এর মাঝেই গতকাল বিকেলের দিকে বেশ কিছু প্রান্তে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকে মানুষ। তবে এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু না এসে পৌঁছানোয় বৃষ্টিপাতের ধারাবাহিকতা সম্পর্কে সন্দেহ রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা আগামী দু’দিনের মধ্যে বর্ষা এসে পৌঁছানোর দাবি করা হয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় যথা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক প্রান্তে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার সর্তকতা পর্যন্ত জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও গুমোট গরম উধাও হতে সময় লাগবে বলে জানা গিয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস :  ১৯ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭০%

আজকের আবহাওয়া
গতকাল বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাক্ষী থাকে মানুষ। দীর্ঘ গরম ভাব উধাও হয়ে স্বস্তির বৃষ্টি নেমে আসে কলকাতা সহ একাধিক প্রান্তে। এদিনও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, নদীয়া এবং বর্ধমানের বেশ কিছু প্রান্তে। তবে গুমোট ভাব সম্পূর্ণভাবে কমবে না। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। এক্ষেত্রে সাময়িকভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিলেও বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখনো উত্তরবঙ্গের আটকে থাকার ফলে দক্ষিণবঙ্গ এখনো পর্যন্ত বর্ষা থেকে বঞ্চিত রয়েছে। এক্ষেত্রে আগামী দু’দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি একদম ভিন্ন। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক প্রান্তে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। এমনকি, এহেন পরিস্থিতিতে বন্যার পাশাপাশি ধসের সর্তকতা পর্যন্ত জারি করা হয়েছে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে।

আগামীকালের আবহাওয়া 
কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সাময়িক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা গুমোট ভাব কাটাতে সক্ষম হবে না। এক্ষেত্রে কয়েকদিনের মধ্যে বর্ষা এসে পৌঁছালে তবেই তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে আশা হাওয়া অফিসের। এক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত মাঝে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব যে ক্রমশ কমতে চলেছে, সে বিষয়ে মত প্রকাশ করেছে আবহাওয়াবিদরা।

Sayan Das

সম্পর্কিত খবর