কালই পিএম কিষান সম্মান নিধির টাকা হাতে পাচ্ছেন বাংলার কৃষকরাঃ জানাল মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ পিএম কিষান সম্মান নিধির টাকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে প্রচারে এসে রাজ্য সরকারের প্রতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান অভিযোগগুলির একটি ছিল এই পিএম কিষান সম্মান নিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের গড়িমসির কারণেই কেন্দ্র সরকারের যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা।

এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণমনা মানসিকতাকেও দায়ী করেন তারা। শুধু তাই নয় অভিযোগ ছিল কৃষকদের নামের তালিকাই নাকি কেন্দ্রকে পাঠায়নি রাজ্য। ক্ষমতায় ফিরেই এ বিষয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

viral photo: Parrots are palying on Prime Minister Narendra Modi's shoulders

চিঠি দেওয়ার পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পোর্টালে তুলে দেওয়া হয়েছে কৃষকদের নাম। আশা করব। টাকাটা তাড়াতাড়ি দেওয়া হবে। পিএম কিসান যোজনায় ১৪.৯১ লক্ষ কৃষকদের নাম খতিয়ে দেখে তালিকা পাঠিয়ে দিয়েছি।” নামের তালিকা ভেরিফায়েড হতেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রও।

কৃষি মন্ত্রক সুত্রে খবর আগামীকালই দেশের প্রায় ৯ কোটি কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রথম দফার টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকের নাম। পিএম কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের উদ্দেশ্যে বছরে ৬ হাজার টাকা সাহায্য দান করে কেন্দ্র। যা দেওয়া হয় মোট তিন কিস্তিতে। এরই প্রথম কিস্তির দু হাজার টাকা কাল পেতে চলেছেন বাংলার সাত লক্ষ কৃষক। বাকিদের নাম এখনো ভেরিফাই না হওয়ায় সুবিধা পাবেন না তারা।

কাল সকাল ১১ টায় এ নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই কৃষকদের উদ্দেশ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকা দেওয়ার বন্দোবস্ত করবেন তিনি।জানা গিয়েছে এই অনুষ্ঠানে বেশ কিছু কৃষকের সঙ্গে কথাও বলতে পারেন তিনি। এই মুহূর্তে কোভিডের কারনে রীতিমতো বিধ্বস্ত অর্থনীতি। কৃষিজীবি মানুষেরও রোজগার ঠেকেছে তলানীতে। এমতাস্থায় এই টাকা কিছুটা যে সুবিধা করবে তা বলাই বাহুল্য।


Abhirup Das

সম্পর্কিত খবর