বাংলা সিরিয়ালে আদর্শ মা হলেও, বাস্তব জীবনে নিঃসন্তান! ‘মাতৃত্ব’ নিয়ে মুখ খুললেন অপরাজিতা

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য(Aparajita Adhya)। দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁর অভিনয় বারবার মন ছুয়েছে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দা তেওআবার যাতায়াত এই অভিনেত্রীর। দীর্ঘ দিনের অভিনয় জীবনে তিনি একাধিকবার অভিনয় করেছেন মায়ের চরিত্রে (Mothers Role)।

‘মাতৃত্ব’ নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)

টেলিভিশনের পর্দায় অপরাজিতা (Aparajita Adhya) বারবারই একজন আদর্শ মা। মাত্র ২৩ বছর বয়স থেকেই ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকেই  পর্দায় কখনও তিনি হয়েছেন পালিতা মা, আবার কখনও আদর্শ মা হয়ে নজর কেড়েছেন দর্শকদের। একইভাবে বড় পর্দাতেও ‘চিনি’র মিষ্টি, একান্নবর্তীর মালিনী কিংবা জি বাংলার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর লক্ষ্মী আবার কখনও ‘জল থৈ থৈ ভালবাসা’র কোজাগরী হয়ে মন জিতেছেন দর্শকদের।

পর্দায় আদর্শ মা হিসাবে বারবার দর্শকদের মন জয় করে নিলেও বাস্তব জীবনে আজও নিঃসন্তান রয়ে গিয়েছেন অভিনেত্রী ।  স্বামী অত অতনু হাজরা সাথে দীর্ঘ ২৬ বছরের বিবাহিত জীবনে অপরাজিতা (Aparajita Adhya) কিন্তু আজ পর্যন্ত নিজের সন্তানের মুখে শুনতে পারলেন না মা ডাক।

আরও পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র রুপার মুকুটে নতুন পালক! এবার সোজা জিতের সাথে বড়পর্দায় সৃষ্টি?

কিন্তু নিজের সন্তান না থাকার অভাব কতখানি কষ্ট দেয় তাঁকে? এ প্রসঙ্গেই টিভি নাইন বাংলার সাথে সাক্ষাৎকার অভিনেত্রী বলেছিলেন, ছোটবেলা থেকেই নাকি এটা তাঁর কাছে খুব একটা বড় জায়গা রাখে না। কারণ অভিনেত্রীর কথায়,’আমি বিশ্বাস করি না, যে সকলকে বায়োলজিকাল মাদার (জন্মদাত্রী মা) হতেই হবে। আমার মনে হয়, মাতৃত্ব অনেক বৃহৎ জিনিস। কেবলমাত্র সন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব প্রমাণ করা যায় না। মাতৃত্বের অনেক দিক আছে।’

Aparajita Adhya

তবে অভিনেত্রীর নিজের সন্তান না থাকলেও তাঁর কিন্তু ‘মা’ শোনার অভাব হয় না। তাঁর কথায়, ‘যাঁদের আমি সন্তানসম স্নেহ করি, প্রত্যেকেই আমাকে ‘মা’ বলে ডাকে। সুতরাং, ‘মা’ ডাকের অভাব আমার কাছে নেই।’ তাছাড়া অপরাজিতার একজন পালিতা কন্যা আছেন। তাঁর সেই মেয়ের নাম গার্গী। তিনি পেশায় একজন ব্যাঙ্কার। এই মেয়ে সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন  তার যদি কোন নিজের সন্তানও থাকত, তা হলে সেও কোনওদিন গার্গী হয়ে উঠতে পারত না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর