অস্কার মঞ্চে বাঙালির জয়জয়কার, তামিল ছবিকে সরিয়ে চুড়ান্ত পর্বে সুস্মিত ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির জন‍্য দারুন সুখবর। ৯৪ তম অস্কারের দৌড়ে চূড়ান্ত বিচারে মনোনীত হল বাঙালি পরিচালক সুস্মিত ঘোষের ‘রাইটিং উইথ ফায়ার’ (writing with fire)। অস্কারের দৌড়ে ভারতের তরফে এই একটি ছবিই প্রতিযোগিতায় টিকে রয়েছে। শেষ ধাপের বিচারে বাদ পড়ে গিয়েছে আশা জাগানো তামিল ছবি ‘কুঝাঙ্গাল’।

মঙ্গলবার প্রকাশ‍্যে এসে চূড়ান্ত পর্যায়ের ১০ টি ছবির তালিকা। বিচারকদের নির্বাচনে ‘সেরা ডকুমেন্ট্রি ফিচার’ বিভাগে স্থান পেয়েছে এই ছবি। ছবির বিষয়বস্তু এক দলিত মহিলাকে নিয়ে। সুস্মিত ঘোষের সঙ্গে এই ছবির পরিচালনা করেছেন রিন্টু থমাস। এই ছবির সঙ্গে ভারতীয়দের পাশাপাশি বাঙালিদেরও প্রার্থনা জড়িয়ে রয়েছে।

3849 1 sushmit ghosh and rintu thomas
গোটা দেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মোট ১৪ টি ছবি মনোনীত হয়েছিল প্রাথমিক স্তরে। তাদের মধ‍্যে থেকেও আবার হয়েছে ঝাড়াই বাছাই। কলকাতারই একটি সিনেমা হলে সম্পন্ন হয়েছে বাছাই পর্ব। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ভিকি কৌশলের সর্দার উধম এবং বিদ‍্যা বালানের শেরনি ছবি দুটি মনোনীত হয়েছিল বাছাই পর্বের জন‍্য।

পুরো তালিকার মধ‍্যেই এগিয়ে ছিল ‘সর্দার উধম’। মাত্র কিছুদিনের মধ‍্যেই অত‍্যন্ত ভাল সাড়া পেয়েছিল ছবিটি। নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত‍্যাকাণ্ডের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবিটি। সিনেম‍্যাটোগ্রাফি এবং ভিকি কৌশলের অভিনয় দুটোই প্রভূত প্রশংসিত হয়েছিল দর্শক মহলে এবং ফিল্ম সমালোচকদের মধ‍্যে। তাই এই ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই আশা জেগেছিল।

কিন্তু শেষমেষ ছিটকে যায় ছবিটি। অভিযোগ উঠেছিল, সর্দার উধমের চিত্রনাট‍্য নাকি ব্রিটিশ বিরোধী। এমনটাই দাবি করে পরিচালক তথা জুরি সদস‍্য ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেছিলেন, সর্দার উধম ছবিতে ব্রিটিশদের প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে। এই বিশ্বায়নের যুগে সেটা কাম‍্য নয়। তাছাড়া ছবিটির চিত্রায়নের সময়ও খুবই দীর্ঘ। তবে সিনেম‍্যাটোগ্রাফির প্রশংসা করেছিলেন তিনি। টিকে ছিল তামিল ‘কুঝাঙ্গাল’। কিন্তু তাকে টপকে দৌড় বজায় রাখল বঙ্গসন্তানের পরিচালিত ছবি।


Niranjana Nag

সম্পর্কিত খবর