জয় বাংলা! লন্ডনে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা

বাংলা হান্ট ডেস্ক : মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা- প্রতি বাঙালি হিসেবে আমাদের কাছে লাইনটি অত্যন্ত পরিচিত এবং খুবই সম্মানের। বাংলা ভাষার মাহাত্ম্য যে ঠিক কতটা তা প্রত্যেক ভারতবাসীর কাছেই, বাঙালির কাছে জানা। শুধুমাত্র ভারত নয় বিদেশের মাটিতেও বাংলা ভাষার কদর অনেক। তাই তো এবার সুদূর লন্ডনে ইংরেজির পর দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বাংলা।

সেখানে ইংরেজির পর সব থেকে বেশি যে ভাষায় কথা বলে তা হল বাংলা। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও নাগরিকদের আর্থিক সম্পর্ক নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে সে দেশে ইংরেজির পর বাংলা ভাষাতেই বেশি লোকে কথা বলে। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে 71,609 জন লন্ডনবাসী বাংলা ভাষায় কথা বলে।Page 2011

সিটি লিগ নামক ওই সংস্থার যে সমীক্ষা তথ্য প্রকাশ্যে এসেছে সেখানেই তারা কিনছে বাংলাদেশ ও ভারত মিলিয়ে এত সংখ্যক মানুষ বাংলাতেই কথা বলেন, একই সঙ্গে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ বাংলাতে স্বচ্ছন্দে এবং সাবলীল ভাবে কথা বলতে পারেন।

আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে বাঙালিরা টেমসের দেশে পাড়ি দেয়, এই সেই সময় ব্রিটেনকে পুনর্গঠন করার জন্য মানুষের প্রয়োজন ছিল তাই বাঙালিদের স্বাগত জানানো হয়েছিল সেখানে এমনকি সে দেশে ভিসা লাগত না। আসতে আসতে সে দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেলেও বাংলা ভাষাকে কিন্তু এখনও অবধি বাঙালি ভোলেনিimages 21

তাই তো সেদেশের বাঙালিরা লন্ডনের বুকে প্রতিষ্ঠা করেছে বাংলা টাউন। বাংলায় সাইনবোর্ড লিখে আবার বাংলায় রাস্তার না বলি কে থাকে, তার সঙ্গে ট্যাক্সি বাস এসবের ক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষার আধিপত্য দেখা গেছে লন্ডনে।যদিও লন্ডন কিন্তু প্রবাসীদের মধ্যে বাংলা ভাষার কদরের কোনও অভাব নেই।

সম্পর্কিত খবর