অবশেষে দীর্ঘ জল্পনার অবসান! NIH-এর নয়া ডিরেক্টর হিসেবে কলকাতার জয়কেই বাছলেন ট্রাম্প

বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার তা সত্যি হল। মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America) ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর নয়া ডিরেক্টর হিসেবে নির্বাচিত হলেন বাংলার ছেলে জয় ভট্টাচার্য। এর আগে সরকারের বিরোধিতা করার ‘অপবাদ’ রয়েছে। এমনকি এর জন্য জয়ের টুইটার অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেসবই এখন অতীত। নতুন করে মসনদ গড়ে কলকাতার জয়ের উপরেই ভরসা রাখলেন ট্রাম্প।

আমেরিকায় (United States of America)ট্রাম্পের ভরসা কে এই জয় ভট্টাচার্য

কলকাতাতেই জন্ম এবং বেড়ে ওঠা জয় ভট্টাচার্যের। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় (United States of America) গিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এবং ২০০০ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক। পাশাপাশি ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চের গবেষক এবং স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্ড ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট আর হুভার ইনস্টিটিউটে তিনি সিনিয়র ফেলো। মূলত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষরা রয়েছেন তাঁর গবেষণার কেন্দ্রে।

Bengali jay bhattacharya declared as United States of America nih director

কী কী দায়িত্ব পাবেন জয়: এনআইএইচ এর নতুন ডিরেক্টর হিসেবে এবার আরো দায়িত্ব পেলেন জয়। উল্লেখ্য, বিশ্বের মধ্যে বৃহত্তম সরকার পোষিত বায়োমেডিকেল গবেষণা বিষয়ক সংস্থা হল এটি। মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও বেশ কিছু গবেষণামূলক কাজকর্ম করে থাকে এনআইএইচ। আগামীতে ২৭ টি প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রের দায়িত্ব নিতে চলেছেন ডিরেক্টর জয় ভট্টাচার্য। প্রাথমিক পর্যায়ের গবেষণা থেকে নতুন ওষুধের আবিষ্কার এবং তার কার্যকারিতা যাচাই এর কাজ হবে জয়ের অনুমোদনের ভিত্তিতে।

আরো পড়ুন : একই নামে পাঁচটি ছবি মুক্তি পায় বলিউডে, পাঁচটিই সুপারহিট! কী নাম জানেন?

আগে করেছিলেন সরকারের সমালোচনা: উল্লেখ্য, এর আগে করোনাকালে লকডাউন এবং জোর করে টিকাকরণ এর মতো বিষয়গুলিতে সরকারের (United States of America) নিন্দা করে চর্চায় উঠে এসেছিলেন জয়। পাশাপাশি এনআইএইচ এর অধীনস্থ ২৭ টি সংস্থার ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্যও দাবি তুলেছিলেন তিনি। অতিমারির সময়ে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন জয়।

আরো পড়ুন : বিয়েবাড়িতে গান গেয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট! ১ ঘন্টার পারফরম্যান্সের জন্য কত টাকা নেন অরিজিৎ?

অন্যদিকে নভেম্বরের শুরুর দিকেই স্বাস্থ্য দফতরের প্রধান সচিব হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এনআইএইচ এর ডিরেক্টর হিসেবে জয়ের নাম মনোনয়নের পর একটি বিবৃতিতে ট্রাম্প বলেন, গবেষণায় স্বর্ণযুগ ফিরিয়ে আনার জন্য কেনেডির সঙ্গে যৌথ ভাবে কাজ করবেন জয় ভট্টাচার্য।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর