প্রতীক্ষার অবসান! বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, উচ্ছ্বসিত মমতা, ট্যুইটারে অনুভূতি প্রকাশ মোদিরও

বাংলাহান্ট ডেস্ক : ধ্রুপদী বা ক্লাসিকাল ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা (Bengali Language)। কেন্দ্রীয় সরকার আজ বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে। বাংলার সাথেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেল মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়াও। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে।

বিশেষ সম্মান পেল বাংলা ভাষা (Bengali Language)

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সেই চিঠিতে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ গবেষণা করেছি। গবেষণায় উঠে এসেছে প্রায় আড়াই হাজার বছর পুরনো বাংলা ভাষা। ধ্রুপদী মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে বাংলা ভাষা। আগে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষার মর্যাদা দেয় তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে।

আরোও পড়ুন : সাবধান, Gpay-তে ভুলেও এই কাজ নয়! তৎক্ষণাৎ বন্ধ হবে লেনদেন, অনলাইন পেমেন্ট উঠবে লাটে

Bengali Language

কেন বাংলার মতো এত প্রাচীন ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত ঘোষণার পর উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।

অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এই বিষয়ে এক্স হ্যান্ডেলে (Twitter) লেখেন, “আমি অত্যন্ত খুশি যে মহান বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে আর তাও পবিত্র  দুর্গা পূজার  সময়েই।বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করে আসছে । এই উপলক্ষে বিশ্ব জুড়ে  সকল  বাংলা ভাষাভাষী-কে  অভিনন্দন জানাই ।”


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর