বাংলায় থাকতে হলে বাংলা ভাষাকে সম্মান করতেই হবে

বাংলা হান্ট ডেস্ক :দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে বাংলার বৈশিষ্ট্য। হিন্দী ও ইংরেজী ভাষার কাছে দিন দিন ফিকে হয়ে যাচ্ছে বাংলা ভাষা। অন্যান্য ভাষার দাপটে খোদ বাংলাতেই কোণঠাসা হয়ে যাচ্ছে বাংলাভাষা। এই বাংলা ভাষাকে কেন্দ্র করে প্রচুর আন্দোলনও দানা বেঁধেছে। বাংলা ভাষার জন্য করা আন্দোলনে বারংবার উঠে আসে ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের নাম।

সম্প্রতি, গোটা বাংলার ট্রেনে বাসে সর্বত্র ছড়িয়ে পড়েছে কিছু পোস্টার যা বাংলা ভাষাকে সমর্থন করে লেখা হয়েছে। হিন্দি ভাষার আগ্রাসন রুখতেই এই পদক্ষেপ। হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চালিয়ে দেওয়ার যে প্রবণতা রয়েছে বহু জায়গায়, সেই মিথ্যেরও বিরোধিতা করা হয়েছে এই পোস্টারগুলিতে। এই পোস্টারে কোথাও ‘বাংলা পক্ষের’ নাম উল্লেখ করা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিনিধিদের তৎপরতা জানান দিচ্ছে যে ওই পোস্টারগুলো সঙ্গে অবশ্যই বাংলা পক্ষের যোগাযোগ রয়েছে।

এই পোস্টার গুলির কোনটাতে লেখা রয়েছে ‘বাংলায় থাকার প্রথম শর্ত বাংলা শিখুন’ এছাড়াও ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, বাংলা কে সম্মান করুন না হলে বাংলা ছাড়ুন’, এবং ‘হিন্দি চাপিয়ে দেওয়া বন্ধ হোক’ ইত্যাদি।

images 19সোশ্যাল মিডিয়াতে এই পোস্টারগুলি বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে এবং নেটিজেন মহল এই পদক্ষেপকে সমর্থন করে সাধুবাদ জানিয়েছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর