অনন্য নজির! ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সপরিবারে অংশগ্রহণ করছেন বাঙালি অলিম্পিয়ান

বাংলা হান্ট ডেস্ক: দেশের খেলাধূলার ইতিহাসে বাঙালিদের দাপট যথেষ্ট পরিলক্ষিত হয়। তবে, এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে (National Championship) সপরিবারে অংশগ্রহণ করছেন এক বাঙালি পরিবার। আর এমন নজির প্রায় দেখা যায় না বললেই চলে। প্রথমে, বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এবার শুটিংয়ের জাতীয় প্রতিযোগিতায় একসাথে দেখা যাবে অলিম্পিয়ান জয়দীপ কর্মকার এবং তাঁর স্ত্রী রাধিকা সহ পুত্র আদ্রিয়ানকেও।

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে (National Championship) সপরিবারে অংশগ্রহণ:

জানিয়ে রাখি যে, ২০১৫ সালে শেষবারের মতো কোনও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জয়দীপ। তারপর থেকেই তিনি কোচিংয়ের ক্ষেত্রে অনেকটা সময় দিয়েছেন। শুধু তাই নয়, ভারতের শুটিং দলের কোচের দায়িত্বও অত্যন্ত দক্ষতার সাথে সামলেছেন তিনি। তবে, এবার ফের প্রতিযোগিতায় (National Championship) নামতে চলেছেন জয়দীপ। প্রসঙ্গত উল্লেখ্য যে, কোচিংয়ে আসার আগে জয়দীপ ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে খেলতেন। এই ইভেন্টেই অল্পের জন্য তাঁর অলিম্পিক্স পদক হাতছাড়া হয়। তবে সেই ইভেন্টেই ফের একবার অংশগ্রহণ করতে চলেছেন তিনি।

Bengali Olympian participating in the National Championship with family.

উল্লেখ্য যে, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অংশগ্রহণ করবেন রাধিকা। এর পাশাপাশি আদ্রিয়ান অংশ নেবেন পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনসে। তবে, জয়দীপ এবং আদ্রিয়ানের ইভেন্ট মধ্যপ্রদেশের সম্পন্ন হলেও রাধিকা খেলবেন দিল্লিতে। জানিয়ে রাখি যে, রাইফেলে রাজ্য স্তরে পদক জেতার পরে বিরতি নিয়েছিলেন রাধিকাও। তিনিও ফের প্রত্যাবর্তন করে ইতিমধ্যে সুযোগ পেয়েছেন জাতীয় প্রতিযোগিতায়।

আরও পড়ুন: আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি? রাখঢাক না রেখে জানালেন কোচ, খুশি অনুরাগীরা

এদিকে, দীর্ঘ ৯ বছর পর ফের শুটিংয়ে (National Championship) প্রত্যাবর্তনের বিষয়ে জয়দীপ জানিয়েছেন যে, “২০২২ সালে আমি ভারতীয় শুটিং দলের প্রধান কোচ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম অবসর নেব। সেই কথা আমি রাখতে চাই এবং ওই কারণেই মাস্টার্স ক্যাটেগরিতে আমি অংশগ্রহণ করছি।” এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, “অভিজ্ঞতা থাকলেও অনেকদিন কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। তাই, শুটিংয়ের সূক্ষ্ম বিষয়গুলিকে অবশ্যই ঝালিয়ে নিতে হবে।”

আরও পড়ুন: ITR ফাইল না করলেই এবার “ফ্রিজ” হবে অ্যাকাউন্ট! কেনা যাবেনা গাড়িও, বড় পদক্ষেপের পথে সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর থেকে এই জাতীয় প্রতিযোগিতা (National Championship) শুরু হয়েছে। যেটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই একসাথে কর্মকার পরিবার অংশগ্রহণ করবেন। পুত্র আদ্রিয়ানের প্রসঙ্গে জয়দীপ জানিয়েছেন, “ছোট থেকেই আদ্রিয়ান শুটিংয়ের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। ও নিজেই নিজের লক্ষ্যকে ঠিক করে নেয়। আমি নিজে থেকে ওর ওপরে কোনও বোঝা আলাদা করে চাপিয়ে দিতে চাইনা। তবে, প্রয়োজন হলে তাকে সাহায্য করি। আমি এটাই চাই ও নিজের মতো করে এগিয়ে যাক।” জানিয়ে রাখি যে, দিল্লিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (SAI) আদ্রিয়ান অনুশীলন করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর