বঙ্কিমের ‘আনন্দমঠ’ নিয়ে দক্ষিণে ছবি, বিশেষ দায়িত্ব পেলেন কলকাতার এই মেয়ে

বাংলাহান্ট ডেস্ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‍্যায়ের ১২৮ তম মৃত‍্যুবার্ষিকীতে জানা গিয়েছিল, ‘আনন্দমঠ’ (Anandamath) উপন‍্যাস নিয়ে ছবি তৈরি হতে চলেছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার কয়েক মাস পরেই প্রকাশ‍্যে প্রথম পোস্টার। ‘বাহুবলী’, ‘আর আর আর’ এর মতো ব্লকবাস্টার ছবির চিত্রনাট‍্যকারের দায়িত্বে লেখা হচ্ছে আনন্দমঠের প্রেক্ষাপটে ‘১৭৭০’ এর গল্প।

পোস্টারে দেখা গিয়েছে, ইংরেজ বাহিনীর দিকে রণংদেহী মূর্তি নিয়ে ধেয়ে যাচ্ছেন এক গেরুয়াধারী সাধু। হাতে তলোয়ার ধরা সেই পেশিবহুল সাধুর পিঠের দিকটাই কেবল দৃশ‍্যমান। পোস্টারে বড় বড় অক্ষরে ফুটে উঠেছে ছবির নাম ‘১৭৭০’। চিত্রনাট‍্য লিখছেন বিজয়েন্দ্র প্রসাদ এবং জি স্টুডিওর সুজয় কুট্টি এবং লেখক তথা শর্ট ফিল্ম নির্মাতা রাম কমল মুখোপাধ‍্যায় ছবির ক্রিয়েটিভ প্রযোজক হিসাবে থাকছেন।

Anandamath
তবে রামকমল মুখোপাধ‍্যায় ছাড়াও আরো এক বাঙালি যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে, তা জানেন? তিনি একতা ভট্টাচার্য। যে ছবির পোস্টার এখন ঘুরে বেড়াচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, টলিউড সেই পোস্টারই ডিজাইন করেছেন একতা এবং তাঁর টিম।

টলিউডের অন‍্যতম জনপ্রিয় পোস্টার নির্মাতা একতা। বহু বড় বড় ছবির পোস্টার বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রির কোনো ছবির সঙ্গে এটাই প্রথম কাজ একতার। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তিনি। টিভিনাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে একতা বলেন, অন‍্য রকম অভিজ্ঞতা। খুব ভাল লেগেছে। বিশেষ করে আনন্দমঠ এবং বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তিতে এমন একটি কাজ করতে পেরে তিনি গর্বিত। পাশাপাশি অনেকটা দায়িত্বও চেপেছে কাঁধে।

একতা আরো জানান, ছবি নির্মাতারা স্পষ্ট করে বলেই দিয়েছিলেন যে তাঁরা ঠিক কী চাইছেন। পোস্টারে যে পুরুষকে দেখা যাচ্ছে তিনিই নায়ক। বেসিক ক‍্যারেক্টার স্কেচটা তাঁকে দিয়ে দিয়েছিলেন নির্মাতারা। নায়ককে কেমন দেখতে হবে সেটা জেনেই পোস্টার ডিজাইন করেছেন একতা।

সাহিত‍্যসম্রাটের অমর রচনা নিয়ে সিনেমা। বাংলাতে ডাবিং হবে ছবির। কলকাতার মেয়েও ওতপ্রোত ভাবে জড়িয়ে ছবির সঙ্গে। সব মিলিয়ে এক টুকরো বাংলা যেন তুলে নিয়ে গিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা। এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের যে আলাদা প্রত‍্যাশা থাকবে তা বলা বাহুল‍্য।


Niranjana Nag

সম্পর্কিত খবর