ছোটবেলাতেই অনাথ! ‘পর্ণা’ অভিনেত্রী পল্লবী কতদূর পড়াশোনা করেছেন জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা। বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Bengali Serial) নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। কখনও উকিল, কখনও আবার সাংবাদিক রূপে সকলের মন জয় করেছেন। তবে পল্লবী (Pallavi Sharma) বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন জানেন?

‘নিম ফুলের মধু’ সিরিয়ালের (Bengali Serial) পর্ণা বাস্তবে কতদূর পড়েছেন?

আজ বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ হলেও পল্লবীর ছেলেবেলা ভীষণ কষ্টে কেটেছে। পর্দার ‘পর্ণা’ দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন তাঁর মায়ের ব্রেন টিউমার ধরে পড়ে। কয়েক বছরের মধ্যেই মা-কে হারান তিনি। এরপর দশম শ্রেণির আইসিএসসি চলাকালীন তাঁর বাবারও মৃত্যু হয়। সেই সময় হবিষ্যি খেয়ে পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী।

খুব কম বয়সে মা-বাবাকে হারালেও ভেঙে পড়েননি পল্লবী। খুব কম বয়সে অভিনয় জগতে ডেবিউ হয়েছিল তাঁর। ক্লাস নাইনে পড়াকালীনই তাঁর সামনে অভিনয়ের সুযোগ আসে। কাজ এবং পড়াশোনা দু’টোই সমানতালে চালিয়ে যান ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) নায়িকা।

আরও পড়ুনঃ পরকীয়ার অভিযোগ! ২০ বছরের মাথায় ডিভোর্সের পথে যীশু-নীলাঞ্জনা? তোলপাড় টলিপাড়া!

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভবানীপুর কলেজ থেকে অ্যাকাউন্ট্যান্সিতে স্নাতক পাশ করেছেন পল্লবী। বিকম গ্র্যাজুয়েটের ডিগ্রি রয়েছে তাঁর। এখন যদিও অভিনয়কেই পেশা করেছেন। রোজ রাত ৮টা বাজলেই জি বাংলার পর্দায় দেখা যায় তাঁকে।

পল্লবী একবার জানিয়েছিলেন, তিনি অভিনয়ে না আসলে পেশা হিসেবে ওকালতি বেছে নিতেন। ‘কে আপন কে পর’এ অভিনয় করার সময় অভিনেত্রীর সেই সাধ অবশ্য কিছুটা পূরণ হয়েছে। সেখানে প্রথম কাজের মেয়ের চরিত্রে দেখা গেলেও, পরে জবা উকিল হয়ে যায়। এমনকি বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল তাঁকে।

Bengali serial actress Pallavi Sharma

স্টার জলসার ওই হিট মেগা (Bengali Serial) শেষ হওয়ার পর অভিনয় জগত থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন পল্লবী। এরপর ফের ‘নিম ফুলের মধু’র হাত ধরে কামব্যাক করেছেন। এখানে ‘দাবাং’ পর্ণা রূপে রোজ নিত্যনতুন চমক দেখাচ্ছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর