বিয়ের ৩ বছরের মাথায় বিচ্ছেদ! ঘর ভাঙছে বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকার? নামটা চমকে দেবে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ টলিউডে এখন যেন বিচ্ছেদের মরসুম চলছে! কয়েকদিন ধরে যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। সম্প্রতি আবার অর্জুন-শ্রীজার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই বাংলা সিরিয়ালের এক নায়িকার (Bengali Serial Actress) বিয়ে ভাঙার খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, তিন বছরের মাথায় বিচ্ছেদ হচ্ছে জনপ্রিয় এই টেলি নায়িকার।

বিচ্ছেদের পথে বাংলা সিরিয়ালের কোন অভিনেত্রী (Bengali Serial Actress)?

২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিকের নায়িকা সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। ধারাবাহিক চলাকালীনই কল্লোল চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নায়িকা। এবার শোনা যাচ্ছে, তাঁদের সুখের সংসার নাকি চিড় ধরেছে। এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। বলতে পারেন, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়’।

সোহিনীর  বিয়ে ভাঙার গুঞ্জন অবশ্য এই প্রথম নয়। গত বছরের মাঝামাঝি সময়েও এই নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল। তবে সেবার হেসে ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘ডিভোর্স যে হচ্ছে না, সেটা হলফ করে বলতে পারি’। তবে এবার ‘দ্বিতীয় বসন্ত’ নায়িকার তরফ থেকে তেমন কোনও আশ্বাসবাণী পাওয়া যায়নি। ফলে আরও তীব্র হয়েছে তাঁর বিয়ে ভাঙার গুঞ্জন।

আরও পড়ুনঃ অভিনয় ছাড়ছেন স্বস্তিকা? এবার নতুন পেশা বেছে নিলেন অভিনেত্রী! তুমুল শোরগোল টলিপাড়ায়

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে কল্লোলকে আনফলো করেছেন সোহিনী। মুছেছেন ভালোবাসায় মোড়া নানান মুহূর্তের ছবি। অভিনেত্রীর ফেসবুক ওয়ালে অবশ্য এখনও তাঁদের একান্ত মুহূর্তের নানান ছবি রয়েছে। সম্প্রতি আবার এই টেলি নায়িকার জন্মদিন গিয়েছে। সেখানে তাৎপর্যপূর্ণভাবে দেখা মেলেনি তাঁর স্বামীর। এদিকে কল্লোল (Kallol Chowdhury) আবার স্ত্রীয়ের জন্মদিনে একটি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন (সরি)’। সোহিনীর কাছে তিনি কেন ক্ষমা চাইছেন সেটা অবশ্য জানা যায়নি।


এই মুহূর্তে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত এই টেলি নায়িকা (Bengali Serial Actress)। জন্মদিন কেমন কাটলো জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে কাটিয়েছে। ভীষণ ভালো সময় কেটেছে। দ্বিতীয় বসন্তও অনেক ভালোবাসা পাচ্ছে। টাচউড। যতখানি আশা করেছিলাম, তার থেকে বেশি সাড়া পাচ্ছি। আপাতত কাজের মধ্যে ডুবে আছি’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X