TRP কমছে! রাতারাতি পাল্টে গেল ‘গীতা এলএলবি’র নায়িকা! প্রোমো প্রকাশ্যে আসতেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘গীতা এলএলবি’। শুরু থেকে টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে এই মেগা। গত কয়েক সপ্তাহে রেটিং কিছুটা কমলেও, দর্শকমনে ধারাবাহিকের প্রতি ভালোবাসা একই রয়েছে। এবার আচমকাই পাল্টে গেল এই সিরিয়ালের নায়িকার মুখ?

রাতারাতি বদলে গেল ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের (Bengali Serial) নায়িকা?

স্টার জলসার এই ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। গীতা রূপেই তাঁকে চিনতে শুরু করেছিলেন দর্শকরা। এবার তাঁর জুতোয় পা গলাচ্ছেন শ্রীতমা মিত্র। তবে চিন্তা নেই! ‘গীতা এলএলবি’র (Geeta LLB) নায়িকা বদল হচ্ছে না। বরং ব্লুজ প্রোডাকশনের এই মেগার যে হিন্দি রিমেক আসছে, সেখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।

‘গীতা এলএলবি’র হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তী’ (Advocate Anjali Awasthi)। সম্প্রতি স্টার প্লাসের তরফ থেকে আসন্ন এই সিরিয়ালের প্রথম প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই উকিল রূপে দেখা গেল শ্রীতমাকে।

আরও পড়ুনঃ সজোরে লাথি ছেলের! শাহরুখ মেজাজ হারাতেই তেড়ে আসেন আরিয়ান! তোলপাড় বলিউড

গীতার মতোই এখানে অঞ্জলির কেস না পাওয়া, বাবার মতো বাজে উকিলের তকমা পাওয়া থেকে শুরু করে একটি কেসের পর তাঁর কেরিয়ারের মোড় ঘুরে যাওয়া, সব দেখানো হবে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তী’তে। এদিন শ্রীতমা নিজের সমাজমাধ্যমে ধারাবাহিকের (Bengali Serial) প্রোমো শেয়ার করে ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানান।

 

View this post on Instagram

 

A post shared by StarPlus (@starplus)


অভিনেত্রী লেখেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হল। চলুন সবাই একসঙ্গে হয়ে অ্যাডভোকেট অঞ্জলি অবস্তীকে উদযাপন করি। স্টার প্লাসের পর্দায় এই সিরিয়াল দেখা যাবে। এটা ব্লুজ প্রোডাকশন ছাড়া সম্ভব হতো না। স্নেহাশিস চক্রবর্তীকে বিশেষ ধন্যবাদ। উনি এটার জন্য করতে কিছু বাকি রাখেননি। আমায় এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য স্টার প্লাসকে ধন্যবাদ’। আগামী ৮ আগস্ট থেকে রাত ৮:৩০ থেকে শুরু হবে এই ধারাবাহিক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর